শনিবার , ৭ অক্টোবর ২০২৩ | ২৫শে অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. অলৌকিক
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. আলোচিত
  7. কবিতা
  8. করোনাভাইরাস আপডেট
  9. ক্যাম্পাস
  10. খেলাধুলা
  11. গনমাধ্যম
  12. চাকুরী
  13. জাতীয়
  14. ডেস্ক রিপোর্ট
  15. ধর্ম

সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের নামে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা

প্রতিবেদক
এইচ এম ওবায়দুল হক
অক্টোবর ৭, ২০২৩ ৬:২০ অপরাহ্ণ

মোঃ শহিদুল ইসলাম শাওন:
বরগুনার তালতলীতে  সংবাদ প্রকাশের জেরে দৈনিক কালবেলার তালতলী উপজেলা প্রতিনিধি ও উপজেলা প্রেসক্লাবের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. নাঈম ইসলামের বিরুদ্ধে বরিশালে সাইবার ক্রাইম আদালতে  ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা হয়েছে।
বরগুনা সদর উপজেলার খাকবুনিয়া সাত নম্বর ওয়ার্ডের  বাসিন্দা মোসাম্মৎ শিরিন নামের এক নারী এই মামলাটি দায়ের করেছেন। দৈনিক কালবেলা পত্রিকায় সুমন বিশ্বাস নামে এক চিকিৎসকের বিরুদ্ধে সংবাদ প্রকাশের জেরে এই মামলাটি হয়েছে বলে জানা গেছে।
মামলায় মোসাম্মৎ শিরিন নামে ওই নারী বলেছেন, ডাক্তার সুমন বিশ্বাস নামে একজনের  সঙ্গে তার বন্ধুত্ব ছিল, বিভিন্ন জায়গায় ঘোরাঘুরি করেছে তারা। তাদের এই ছবি ও ভিডিও দিয়ে কালবেলায় সংবাদ প্রকাশিত হয়েছে। এ মামলার ১ নম্বর সাক্ষী সুমন বিশ্বাসের সম্মানহানি হয়েছে।
দৈনিক কালবেলার তালতলী উপজেলা প্রতিনিধি নাঈম ইসলাম জানান, মোসাম্মৎ শিরিন ডাক্তার সুমনের বিরুদ্ধে পটুয়াখালী র‌্যাব-৮ বরাবর একটি অভিযোগ করেন। সেই অভিযোগপত্রে যা উল্লেখ ছিল সে তথ্য দিয়ে সংবাদ  করা হয়। সংবাদ প্রকাশের কয়েকদিন পরেই ওই নারী সুমন বিশ্বাসের পরিবারের লোকজনদের সাক্ষী দিয়ে একটি মিথ্যা মামলা দায়ের করেন।
সাংবাদিক নাইম হাইরাজের নামে দায়েরকৃত মামলা প্রত্যাহারের দাবী জানিয়েছেন আমতলী উপজেলা প্রেসক্লাবের নেতৃবৃন্দ । উপজেলা প্রেসক্লাব নেতৃবৃন্দ গভীর উদ্বেগ প্রকাশ করে এক বিবৃতিতে বলেন  নাইম হাইরাজের নামে এই মামলা  স্বাধীন সাংবাদিকতার জন্য হুমকি স্বরুপ । উপজেলা প্রেসক্লাব নেতৃবৃন্দ  অবিলম্বে মামলা প্রত্যাহারের দাবী জানান।

সর্বশেষ - আলোচিত

আপনার জন্য নির্বাচিত
Design and Developed by BY REHOST BD