ফারুখ : রাজশাহীর তানোর উপজেলার কামারগাঁ ইউনিয়নের শ্রীখন্ডা বালিকা উচ্চ বিদ্যালয়ে শিক্ষক ও কর্মচারী নিয়োগে অনিয়ম ও নিয়োগ বোর্ড গঠনে সঠিক নিয়ম না মেনে স্কুল ম্যানেজিং কমিটির কোনো সদস্যকে না জানিয়ে গোপনে নিয়োগ কর্মচারী নিয়োগের অভিযোগ উঠেছে। এ ঘটনায় উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার কে লিখিত ভাবে অভিযোগ জানিয়েছেন স্কুল ম্যানেজিং কমিটির সদস্য ও এলাকাবাসী।
জানাগেছে, ২৮ অক্টোবর বেলা ১০ টায় শ্রীখন্ডা বালিকা উচ্চ বিদ্যালয়ে একজন সহকারী প্রধান শিক্ষক, এক জন নিরাপত্তা কর্মী ও এক জন পরিচ্ছন্নতা কর্মী পদে নিয়োগ দিতে স্কুলের প্রধান শিক্ষক, স্কুলের সভাপতি, ডিজি মহোদয়ের প্রতিনিধি ও মাধ্যমিক শিক্ষা অফিসার নিয়োগ বোর্ড পরিচালনা করেন। নিয়োগ বোর্ডে স্কুল পরিচালনা কমিটির একজন সদস্য থাকার কথা থাকলেও সেখানে কোনো সদস্য উপস্থিত ছিলেন না বলে জানা যায়।
স্কুল ম্যানেজিং কমিটির সদস্যরা জনান আমরা হটাৎ সংবাদ পায় শ্রীখন্ডা বালিকা উচ্চ বিদ্যালয়ে ২৮ অক্টোবর শনিবার কর্মচারী নিয়োগ পরীক্ষা ও ভাইভা হবে। এবিষয়ে প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক মো আব্দুর রহমান ও সভাপতি মো ওয়াহেদুর রহমান শিমুল কেউ আমাদের কোনো সদস্যদের জানান নি। এমতাবস্থায় স্কুলের বিভিন্ন পদে কর্মচারী নিয়োগ স্থগীত রাখার জন্য গত ২৭ অক্টোবর স্কুল ম্যানেজিং কমিটির সকল সদস্য উপজেলা শিক্ষা অফিসারের নিকট লিখিত অভিযোগ দিয়েছি। কিন্তু উপজেলা শিক্ষা অফিসার তা আমলে না নিয়ে যোগসাজশ করে নিয়োগ বোর্ড পরিচালনা করেন।
শ্রীখন্ড বালিকা উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য বনমালী, মনোরঞ্জন মজুমদার, বিজয় কুমার, সপ্তমী রানী, হাফিজুর রহমান স্বাক্ষরিত অভিযোগ পত্রে বলেন, রাজশাহী জেলার তানোর উপজেলার ৬ নং কামারগাঁ ইউনিয়ন এর শ্রীখন্ডা গ্রামে, শ্রীখন্ডা বালিকা উচ্চ বিদ্যালয় নামে একটি শিক্ষা প্রতিষ্ঠান বিদ্যমান রয়েছে অত্র বিদ্যালয়ে বিভিন্ন পদে জনবল নিয়োগের জন্য অনেক পূর্বে আমাদের কাছ থেকে প্রধান শিক্ষক ফাঁকা রেজিষ্টারে স্বাক্ষর নিয়েছেন, অদ্য ২৮/১০/২০২৩ লিখিত ও ভাইভা পরীক্ষার দিন আছে, আমরা কমিটির সদস্য অত্র কর্মচারী ভাইবা পরীক্ষা নিয়োগ বিষয়ে আমাদের কিছুই জানানো হয়নি, এমতাবস্থায় ভাইবা পরীক্ষা গ্রহণ, কর্মচারী নিয়োগ বন্ধ করার জন্য আবেদন করছি ।
স্কুলটির শিক্ষার্থীদের অভিভাবক ও স্থানীয়রা জানান বিপুল পরিমান অর্থের বিনিময়ে কর্মচারী নিয়োগ হচ্ছে, তাই গোপনেই নিয়োগ সারতে মরিয়া হয়ে উঠেছেন প্রধান শিক্ষক সহ সংশ্লিষ্টরা। স্থানীয়রা জনান নিয়োগ বোর্ড স্থগীত করে সঠিক নিয়ম মেনে যোগ্য ব্যক্তিদের নিয়োগ দিতে হবে।
এহেন ঘটনায় অভিযোগের অনুলিপি জেলা প্রশাসক রাজশাহী, জেলা শিক্ষা অফিসার ও উপজেলা নির্বাহী অফিসার মহোদয়কে প্রদান করা হয়েছে বলে জানা যায়। উপজেলা শিক্ষা অফিসারে মোবাইলে একাধিক বার যোগাযোগ করা হলেও তাঁর কোনো বক্তব্য পাওয়া যায় নি।