সোমবার , ৬ নভেম্বর ২০২৩ | ২৫শে অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. অলৌকিক
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. আলোচিত
  7. কবিতা
  8. করোনাভাইরাস আপডেট
  9. ক্যাম্পাস
  10. খেলাধুলা
  11. গনমাধ্যম
  12. চাকুরী
  13. জাতীয়
  14. ডেস্ক রিপোর্ট
  15. ধর্ম

চাঁপাইনবাবগঞ্জ টিটিসি বেকার যুবকদের স্বপ্ন গড়ার কারিগর

প্রতিবেদক
এইচ এম ওবায়দুল হক
নভেম্বর ৬, ২০২৩ ১:০৮ অপরাহ্ণ

নাঈম খান: চাঁপাইনবাবগঞ্জ কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র (টিটিসি)র কল্যাণে পাল্টে যাচ্ছে এ জেলার কর্মমূখি তরুণ তরুণিদের জীবন। প্রতিষ্ঠানটি থেকে বছরে বিভিন্ন ট্রেডে প্রশিক্ষণ নিচ্ছেন প্রায় ২ হাজার জন। দেশে বিদেশে কাজের সন্ধান পেয়েছেন অনেক যুবক ও যুবতী।
এর মধ্যে অনেক প্রবাসী কর্মী সমৃদ্ধ করেছে দেশের রেমিটেন্স প্রবাহ। অত্র প্রতিষ্ঠানটি ২০০৭ সালে বীর শ্রেষ্ঠ শহীদ ক্যাপ্টেন মহিউদ্দীন জাহাঙ্গীর সেতু সংলগ্ন মহানন্দা নদীর উত্তর পার্শ্বে মনোরম পরিবেশে বারঘরিয়ায় স্থাপিত হয়। “একটাই লক্ষ্য, হতে হবে দক্ষ” এই স্লোগান-কে সামনে রেখে কারিগিরি শিক্ষাকে আরো এগিয়ে নেয়ার জন্য দেশ-বিদেশে কর্মসংস্থানের জন্য দক্ষ জনশক্তি তৈরির লক্ষ্যে মাননীয় প্রধান মন্ত্রী National Skills Development Authority (NSDA) প্রতিষ্ঠা করেছেন। অত্র প্রতিষ্ঠানটি ২০১৯ সালে NSDA ‘র অনুমোদন লাভ করে।
দেশ বিদেশে দক্ষ জনশক্তির চাহিদা মেটাতে সর্বমোট বছরে প্রশিক্ষণ নেয় প্রায় ২,০০০ জন। এছাড়াও বিদেশগামীদের ওরিয়েন্টেশন ট্রেনিং নেয় বছরে ১০,০০০ জন। হাতে কলমে নানা বিষয়ে কাজ শিখছেন শিক্ষার্থীরা। তাদের লক্ষ্য দক্ষ জনশক্তি হিসেবে তৈরি হয়ে বেকারত্ব ঘুচিয়ে দেশের অর্থনৈতিক সমৃদ্ধিতে অবদান এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘোষণা ২০৪১ সালে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে অগ্রণী ভূমিকা রাখা। আর জেলার এই বেকার যুবকদের স্বপ্ন পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে চাঁপাইনবাবগঞ্জ সরকারি কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র (টিটিসি)।
দেশ বিদেশ ড্রাইভিং এর প্রশিক্ষণার্থী হাসান বলেন, আমার অনেক দিনের স্বপ্ন ছিলো আমি ড্রাইভিং শিখে নিজের কর্মসংস্থান করে পরিবারের হাল ধরবো। চাঁপাইনবাবগঞ্জ কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র (টিটিসি) আমার স্বপ্ন পুরনে সহায়ক হয়েছে। আমি ড্রাইভিং শিখেছি এবং বিদেশে যেতে চাই। বিভিন্ন কারিগরি কাজে যুক্ত হওয়া থেকে শুরু করে বিদেশ যাওয়া পর্যন্ত নানা বিষয়ে হাতে কলমে প্রশিক্ষণের এক বিশাল ক্ষেত্র হিসেবে ইতিমধ্যেই সুনাম অর্জন করেছে চাঁপাইনবাবগঞ্জ কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র (টিটিসি)। চাঁপাইনবাবগঞ্জ কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের (টিটিসি) ২০০৯ সাল হতে অদ্যাবধি উন্নয়ন চিত্রের বিবরণ, ২০০৮ সালে প্রশিক্ষণ কার্যক্রম শুরু হলেও মূলত ২০০৯ সালেই এর শতভাগ প্রশিক্ষণ কার্যক্রম শুরু হয়েছে। বেসিক ট্রেড কোর্সে ১১০৩৩ জনকে প্রশিক্ষণ প্রদান করা হয়েছে এবং এদের মধ্যে ৬৫৬৪ জন প্রশিক্ষণার্থীর দেশে-বিদেশে কর্মসংস্থানের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। ২ বছর মেয়াদী এসএসসি (ভোকেশনাল) শিক্ষাক্রমের আওতায় ২৩৫৪ জন ছাত্র-ছাত্রীকে প্রশিক্ষণ প্রদান করা হয়েছে এবং ৭২০ জনকে দেশে-বিদেশে কর্মসংস্থানের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। জাপানিজ ভাষা প্রশিক্ষণ কোর্সের ১০২ (একশত দুই) জন প্রশিক্ষণার্থী সম্পূর্ণভাবে বিনা খরচে জাপান গিয়েছে। কোরিয়া ভাষা প্রশিক্ষণ কোর্সের ২০০ (দুইশত) জন প্রশিক্ষণার্থী বোয়েসেলের মাধ্যমে কোরিয়ায় গিয়েছে।
২০১৭ ও ২০১৯ সালে চাকরি মেলা আয়োজন করে প্রায় ৭০০ জন চাকরি প্রার্থীর কর্মসংস্থানের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। ২০১৭ সালের ২৯ এপ্রিল থেকে আগস্ট/২০২৩ সাল পর্যন্ত ৩৯,৮০১ জন বিদেশগামী কর্মীকে প্রাক বহির্গমন প্রশিক্ষণ প্রদান করা হয়েছে।সকল প্রশিক্ষকের NTVQF Level-I, ১১ (এগার) জনের NTVQF Level-IV (Trainer and Assessor) এবং সকল প্রশিক্ষকের প্যাডাগোজী প্রশিক্ষণ সম্পন্ন হয়েছে এবং ০১(এক) জন প্রশিক্ষকের NSDA এর অধীনে NTVQF Level-IV (Assessor) প্যাডাগোজী প্রশিক্ষণ সম্পন্ন হয়েছে। এছাড়াও সকল ভর্তি এবং সনদায়ন কার্যক্রম, AmiProbashi Apps এর মাধ্যমে অনলাইন ভিত্তিক করা হয়েছে। AmiProbashi Apps এর মাধ্যমে বিদেশগামী কর্মীদের অনলাইনে ভর্তি, সকল সর্ট কোর্সের প্রশিক্ষণ সনদ ডাউনলোড কার্যক্রম ঘরে বসেই সম্পন্ন করে ‘স্মার্ট বাংলাদেশ’ এর সুবিধা গ্রহণ করছে।
প্রশিক্ষণার্থীদের কর্মসংস্থান এবং চাকরিদাতাদের সাথে অনলাইন লিংকেজ এর জন্য টিটিসি’র জব পোর্টাল (ওয়েব পেজ) তৈরি করা হয়েছে। অর্থ মন্ত্রণালয়ের আওতাধীন Skills for Employment Investment Program (SEIP) প্রকল্প কর্তৃক পরিচালিত ৭ (সাত) টি অকুপেশনে বছরে ৬৬০ জন প্রশিক্ষণার্থীকে বিনা মূল্যে প্রশিক্ষণ প্রদানসহ মাসিক ৩৩০০ টাকা বৃত্তিভাতা প্রদানের সরকারিভাবে ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। Bureau of Manpower Employment and Training (BMET) এবং SEIP প্রকল্প কর্তৃক ৪৪০ জন প্রশিক্ষণার্থীকে বিনা মূল্যে উন্নতমানের ৩টি প্রশিক্ষণ গাড়ীর মাধ্যমে ড্রাইভিং প্রশিক্ষণ প্রদান এবং বিআরটিএ এর ড্রাইভিং লাইসেন্স প্রদানের ব্যবস্থাসহ মাসিক ৩৩০০ টাকা বৃত্তিভাতা প্রদানের সরকারিভাবে ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এছাড়াও জাপান-কোরিয়া, কর্মী প্রেরণে চাঁপাইনবাবগঞ্জ টিটিসি’র ভূমিকা অপরিসীম। গেল বছরে রাজশাহী বিভাগ থেকে জাপান গমনের জন্য “আইএম জাপান” ৮১ জনকে নির্বাচন করে, তার মধ্যে চাঁপাইনবাবগঞ্জ টিটিসি’র ৫১ জন ছাত্র স্থান পায়। জাপানিজ ভাষা প্রশিক্ষণ কোর্সের ১১০ (একশত দশ) জন প্রশিক্ষণার্থী সম্পূর্ণভাবে বিনা খরচে জাপান গিয়েছে। বর্তমানে জাপান-কোরিয়া কর্মী প্রেরণের সংখ্যা দাড়িয়েছে ২ শতাধিক যা সারা দেশের শীর্ষে।
চাঁপাইনবাবগঞ্জ কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র (টিটিসি) থেকে প্রশিক্ষণ নিয়ে প্রশিক্ষণার্থীদের থাকতে হয় না পরিবারের বোঝা হয়ে। প্রশিক্ষণের পর চাকরি পেয়ে আত্মনির্ভশীল হয়ে পরিবারের জন্য আশির্বাদ হয়ে দাড়াতে পারবেন তারা। প্রশিক্ষণ নিয়ে খুঁজতে হয়না তাদের কর্মসংস্থান। টিটিসি থেকে প্রশিক্ষণার্থীদের যোগ্যতা অনুযায়ী ব্যবস্থা করে দেওয়া হয় বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মসংস্থান। চাঁপাইনবাবগঞ্জ কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র (টিটিসি) অধ্যক্ষ মঈন উদ্দিন জানান, প্রশিক্ষণের প্রতিটি বিষয়ের জন্য রয়েছে সুস্বজ্জিত আধুনিক যন্ত্রপাতিসহ আলাদা রুম। এখানকার অধিকাংশ কোর্সে বিনামূল্যে ভর্তির সুযোগ রয়েছে। ক্ষেত্র বিশেষে রয়েছে ভাতা সুবিধা। গ্রামের হাটে-বাজারে প্রচারণা চালিয়ে প্রশিক্ষণ কেন্দ্রে বেকারদের আসতে উদ্বুদ্ধ করছে প্রতিষ্ঠানটি।

সর্বশেষ - আলোচিত

আপনার জন্য নির্বাচিত
Design and Developed by BY REHOST BD