সৈকত সোবাহান: নওগাঁর বদলগাছীতে চকলেটের লোভ দেখিয়ে ৬ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ। এ ঘটনায় মঙ্গলবার ৭ই নভেম্বর রাতে শাহানুর ইসলাম (২০)নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করছে থানা পুলিশ। ৫ই নভেম্বর বদলগাছী উপজেলার বিলাসবাড়ী ইউপির জোলাপাড়া গ্রামে অভিযুক্তের বাড়িতে ঘটনাটি ঘটেছে। ধর্ষণের শিকার ওই শিশুর স্বাস্থ্য পরীক্ষার জন্য ৮ই নভেম্বর বুধবার দুপুরে নওগাঁ মেডিক্যাল কলেজে পাঠানো হয়েছে।
গ্রেপ্তারকৃত শাহানুর ইসলাম বদলগাছীর বিলাসবাড়ী ইউপির জোলাপাড়া গ্রামের পঞ্চিমপাড়ার সাইদুল ইসলামের ( বিধি) ছেলে। পুলিশ ও স্থানীয় সূত্র জানাযায়, ধর্ষণের শিকার শিশুটি স্থানীয় স্কুলের ১ম শ্রেণীতে পড়ে এবং গত ৫ই নভেম্বর বিকেল ৪টায় ভিকটিম শিশু(৬) বাড়ির পূর্বপার্শ্বে আশেপাশের কয়েকজন শিশুর সাথে খেলাধুলা করার সময় পার্শবর্তী বাড়ীর সাইদুল ইসলামের ছেলে শাহানুর ইসলাম(২০) চকলেটের লোভ দেখিয়ে নিজ বাড়িতে পূর্ব দিকের ঘরে নিয়ে গিয়ে জোরপূর্বক শিশুটিকে ধর্ষণ করে। ধর্ষণের সময় শিশুর আত্মচিৎকারে আশেপাশের প্রতিবেশি লোকজন শাহানুরের বাড়িতে গিয়ে ঘরের দরজা খোলা মাত্র শাহানুরকে ধর্ষণরত অবস্থায় দেখতে পায় এবং লোকজন দেখতে পেয়ে ধর্ষক শাহানুর ঘটনাস্থল থেকে দৌড়ে পালিয়ে যায়। এ ঘটনা জানাজানি হলে গতকাল ৭ই নভেম্বর রাতে শিশুটির মা বাদী হয়ে একটি ধর্ষণ মামলা দায়ের করে। যাহার মামলা নং-৭।
বদলগাছী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিয়ার রহমান ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, মামলার পরিপ্রেক্ষিতে ধর্ষণের ঘটনায় অভিযুক্ত শাহানুর(২০) নামে একজনকে গ্রেফতার করা হয়েছে এবং ৮ই নভেম্বর বুধবার দুপুরে গ্রেফতারকৃতকে নওগাঁ জেল হাজতে প্রেরণ করা হয়েছে। শিশুটিকে ডাক্তারি পরীক্ষার জন্য নওগাঁ মেডিকেলে পাঠানো হয়েছে।