রিয়াজ আহমেদ হান্নানঃসিরাজগঞ্জ জেলার উল্লাপাড়ায় বিষপান করে এক গৃহবধু আআত্মহত্যা করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। জানা যায়, গত শুক্রবার সালিসি বৈঠকে অপমানিত হয়ে বিষপান করে আত্মহত্যা করেন শিরিনা খাতুন নামের এক গৃহবধু। উল্লাপাড়া মডেল থানা পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে।
উল্লাপাড়ার উধুনিয়া ইউনিয়নের বাবলিদহ গ্রামের দিনমুজর বরাত আলীর মেয়ে শিরিনা খাতুন (১৮) এর সাথে মোহনপুর ইউনিয়নের চণ্ডিপুর গ্রামের ফজলুল হক সরদারের ছেলে রোকন উদ্দিন সরদারের প্রেমের সম্পর্ক গড়ে বলে অভিযোগ পাওয়া যায়। গত কয়েক মাস ধরে শিরিনা তার বাবার বাড়ি বেড়াতে আসলে রাস্তার মধ্যে নাকি রোকনের সাথে কথা হয়। এ সময় রোকন নাকি শিরিনাকে নিয়ে ঘর বাধার স্বপ্ন দেখায়। শুক্রবার গ্রাম্য সালিশে এই নিয়ে রোকন ও ওই গৃহবধুকে অপমান করলে শিরিনা ক্ষুব্ধ হয়ে বাবার বাড়ি গিয়ে বিষপান করে আত্মহত্যা করে। এলাকাবাসী জানান, ৬ মাস আগে লাহিড়ী মোহনপুর ইউনিয়নের আগ মোহনপুর গ্রামের রব্বানির বাক-প্রতিবন্ধী ছেলে আলামিনের সাথে শিরিনা খাতুনের বিয়ে হয়। শিরিনার গর্ভে প্রতিবন্ধী আলামিনের ৩ মাসের সন্তান রয়েছে। শিরিনা ৩ মাসের অন্তঃসত্ত্বা বলে জানা গেছে।
এ ব্যাপারে উল্লাপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দীপক কুমার দাস জানান, ওই গৃহবধূ ছয় মাস আগে তার বাবার বাড়িতে বেড়াতে আসে। এলাকাবাসী জানায় সেরিনা খাতুন তার প্রেমিকের সাথে রাস্তায় দাঁড়িয়ে কথা বলার সময় গ্রামবাসী আটক করে শালিশী বৈঠকের মাধ্যমে তাদেরকে অপমান করে আর এই অপমানের জ্বালা সহ্য করতে না পেরে তার বাবার বাড়িতে বিষপানে আত্মহত্যা করে।
ReplyReply allForward
|