মাসুদ রেজা : সিরাজগঞ্জ-৫ (বেলকুচি-চৌহালী) আসনের জাতীয় সংসদ সদস্য আব্দুল মমিন মন্ডল বেলকুচিতে শিলাবৃষ্টিতে কৃষকের ক্ষতিগ্রস্থ ফসলের মাঠ পরিদর্শন এবং ক্ষতিগ্রস্থ কৃষকদের সাথে মতবিনিময়সহ সবধরনের সহযোগিতার আশ্বাস প্রদান করেছেন।
শনিবার(১৭ এপ্রিল) দুপুরে এমপি আব্দুল মমিন মন্ডল আটারদাগ, দৌলতপুর ও ধুকুরিয়া বেড়া এলাকায় ফসলের মাঠে গিয়ে ক্ষতিগ্রস্থ কৃষকদের সাথে কথা বলেন এবং সকল সুযোগ সুবিধা প্রদানের প্রতিশ্রুতি দেন।
এ ছাড়া ক্ষতিগ্রস্থ প্রায় ২৫শ হেক্টর ধানের জমির মালিকদের নাম তালিকা করে সরকারী সহায়তা দেবার আশ্বাস দেয়া হয়। এছাড়া কৃষি দপ্তর থেকে অন্যান্য সরকারী সকল সুবিধা প্রদানে ক্ষতিগ্রস্থ কৃষকদের বিশেষ বরাদ্দ দেবারও প্রতিশ্রুতি দেন এমপি।
এ সময় বেলকুচি উপজেলা কৃষি কর্মকর্তা কল্যাণ প্রসাদ পাল, চৌহালী উপজেলা আ’লীগের সভাপতি তাজ উদ্দিন, এনায়েতপুর থানা আ’লীগের সাধারন সম্পাদক আজগর আলী বিএসসি, জেলা পরিষদ সদস্য শাহজাহান আলী ও খোশেদ আলমসহ আওয়ামী লীগ ও আওয়ামী সহযোগী সকল সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।