মনিরুজ্জামানঃ ১৬/০৪/২০২১ইং রোজ শুক্রবার জুমার নামাজের সময় আনুমানিক ১.৩০ ঘঠিকার সময় কুমিল্লার হোমনায় শ্রীমুদ্দি গ্রামে খলিল মিয়ার অটোরিক্সা ও ঘর পুরে ছাই হয়ে যাওয়ার ঘঠনা ঘঠে। এ দিকে যানাজায় যে, খলিল মিয়া একেবারে গরিব ঘরের সন্তান, অপর দিকে দেশে চলছে সরকার নির্দেশ মোতাবেক লকডাউন, সংসারের ভোজা টানতে গিয়ে তার সর্বশেষ সম্বল দিয়ে একটি অটোরিক্সা ক্রয় করে সংসারের গ্লানি মুসার জন্য।
কিন্তু নিয়োতির নির্মম পরিহাসে তার নিজ ঘরে গাড়িটি চার্জ রাখা অবস্থায় রেখে মসজিদে জুমার নামাজ পরতে যায়, এমন সময়গাড়িটির গায়ে আগুন লেগে যায়, পরে গাড়িটি থেকে তার ঘরটিসহ পুরে যায়। অপরদিকে জানাজায় ১টি দোচালা ঘর, নতুন মৌসুমের জমাকৃত ধান, আসবাবপত্র,অটোরিক্সাসহ ইত্যাদি অনুমানিক কয়েক লক্ষ্য টাকার মালামাল পুরে নিঃস্ব হয়ে যায়।
কে বা কাহারা আগুন লাগালো, নাকি বৈদ্যুতিক সটের মাধ্যমে আগুন লাগে তা এখনো নিশ্চিত হয়ে কেউ বলতে পারে নি বলে জানাজায় সমাজের আশেপাশের লোকজন দৈনিক দেশ সেবা পত্রিকার প্রতিনিধি মোঃ মনিরুজ্জামান কে জানান যে, খলিল মিয়া অতিব সাধারন ছিল, তার এই পরিস্থির জন্য সকলে সমবেদনা জানান।