রিয়াজ আহমেদ হান্নানঃ সিরাজগঞ্জের তাড়াশে র্যাব-১২ এর অভিযানে কয়েক কোটি টাকা মুল্যের প্রাচীন প্রত্মতাত্তিক কষ্টিপাথরের বিষ্ণু মুর্তি সহ তিনজনকে আটক করেছে। আজ বুধবার বিকেল ৪ টার গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১২ এর উপ অধিনায়ক মেজর মোঃ মশিউর রহমান পিএসসি এর নেতৃত্বে তাড়াশ থানার বৈদ্যনাথপুর গ্রামে অভিযান চালিয়ে তিনজন চোরাকারবারির কাছ থেকে প্রাচীন প্রত্নতাত্ত্বিক কষ্টিপাথরের ৩৩.৫০ কেজি ওজনের কালো রঙ্গের বিষ্ণু মুর্তি উদ্ধার করেন।
তৎক্ষনাৎ তিনজনকে গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ২ টি ব্যবহৃত মোবাইল ফোন জব্দ করা হয়। গ্রেফতারকৃতরা হলেন- সিরাজগঞ্জ জেলার তাড়াশ থানার কুসুমদী গ্রামের শ্রী অন্তীম সরকারের সন্তান শ্রী রাম সরকার (৩৮), বৈদ্যনাথপুর গ্রামের মোঃ মফিজ উদ্দিনের ছেলে মোঃ সাদেক হোসেন (৫০), ও পেঙ্গুয়ারী গ্রামের মোঃ নিজাম উদ্দিনের ছেলে গোলাম সাকলাইন( ৫০)।
গ্রেফতারকৃত আসামীদেরকে বিশেষ ক্ষমতা আইনের ১৯৭৪ এর ২৫(খ) এর ২৫ ঘ ধারায় মামলা করে এবং আলামত সহ সিরাজগঞ্জ জেলার তাড়াশ থানায় হস্তান্তর করা হয়েছে। র্যাব ১২ মিডিয়া সেল জানায়, গোপন সংবাদ পেয়ে বৈদ্যনাথপুর গ্রাম থেকে তিন চোরাকারবারি কে গ্রেফতার করি। আমরা এই ধরনের ঘটনা সহ অপরাধের বিরুদ্ধে সোচ্চার সারাক্ষণ।