জাহিদুল ইসলাম নিক্কন : পাবনা পুলিশ সুপার মহোদয়ের নির্দেশে পাবনা জেলাকে কিশোর গাং এর অপতৎপরতা ও অবৈধ অস্ত্র মুক্ত করার লক্ষ্যে ১৭/০৪/২০২১ তারিখে জেলা গোয়েন্দা শাখা পাবনার একটি আভিযানিক দল অভিযান পরিচালনা করে পাবনা সদর থানাধীন দোপখোলা গ্রাম হতে দুই কিশোর অপরাধীকে গ্রেফতার করে পাবনা জেলা গোয়েন্দা পুলিশ।
পলাতক আসামী মোঃ রাাকিবের বাড়ি হইতে একটি ওয়ান শুটার গান, দুই রাউন্ড গুলি, ১২ বোরের তাজা কার্তুজ, একটি মোবাইল সেট উদ্ধার করেন পাবনা জেলা গোয়েন্দা পুলিশ। এই সংক্রান্তে পাবনা সদর থানায় একটি অস্ত্র মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানা যায়।