মোহাম্মদ তাজুল ইসলাম : গাজীপুর জেলার স্বাস্থ্য সুপার সত্য রঞ্জন ধরের বাসভবন থেকে চন্দনা বর্মন নামে (১৩) এক গৃহকর্মীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।গতকাল শনিবার (১৭ এপ্রিল) দুপুরের দিকে পুলিশ খবর পেয়ে রাত আটটায় মরদেহটি উদ্ধার করেন।
নিহত চন্দনা বর্মন গাজীপুরের কালিয়াকৈর উপজেলার কালামপুর (বর্মন পাড়া) গ্রামের মৃত নন্দন বর্মন এর মেয়ে। সে দীর্ঘ ৪ বছর যাবৎ কাশিমপুর বাজার সংলগ্ন গাজীপুর জেলা স্বাস্থ্য সুপার সত্য রঞ্জন ধর এর বাসায় গৃহকর্মীর কাজ করে আসছিলো।
ছোট বেলায় চন্দনা বর্মন তার বাবা নন্দন বর্মনকে হারান। বাবাকে হারানোর পর মা দীপালি বর্মনকে আকড়ে ধরে বেঁচে ছিলো। কিন্তু গত আড়াই মাস আগে সেই গর্ভধারিণী মাও পাড়ি জমান না ফেরার দেশে। গৃহকর্তা সত্য রঞ্জন ধর বলেন,মাকে হারিয়ে চন্দনা বর্মন কেমন যেন অন্য মনস্ক হয়ে থাকতো।
পুলিশ জানায়, চন্দনা বর্মন ভবনের দ্বিতীয় তলায় বাড়ির মালিকের বাসায় গৃহকর্মীর কাজ করতো। হঠাৎ দুপুরবেলা ভবনের নিচতলায় ওয়েটিং রুম পরিষ্কার করার কথা বলে চলে আসে। তার কিছুক্ষণ পরেই বাড়ির লোকজন তাকে ওয়েটিং রুমের ফ্যানের সাথে গলায় ওড়না পেঁচানো অবস্থায় ঝুলতে দেখে নিচে নামিয়ে পুলিশকে খবর দেন।
পরে পুলিশ এসে সুরতহাল করার সময় তার শরীরে একটি ক্ষতের চিহ্ন পায়। এতে প্রথমে কিছুটা সন্দেহের সৃষ্টি হয়। পরে তার দাদা এসে নিশ্চিত করেন এই ক্ষত চিহ্নটি আগের। আশেপাশের লোকজনের মধ্যে বিভ্রান্তি তৈরি হয় এটি হত্যা নাকি আত্মহত্যা।
এ বিষয়ে কাশিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবে খোদা জানান,লাশটি উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
তিনি আরো জানান, পরিবারের অভিযোগের ভিত্তিতে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।