রাকিব : গাইবান্ধার গোবিন্দগঞ্জের শাখাহার ইউনিয়নে গত আলীগ্রাম এর সরকারি ”পবনা পুকুর” খনন কালে গতকাল১৬ এপ্রিল সন্ধ্যা ৭ টার সময় কালো পাথরের তৈরি একটি বিষ্ণুমূর্তি (যার ওজন ৮৩ কেজি)পুরাকৃর্তি পান।
তখন উপস্থিত পুকুরের পাহারাদার ভোলা(২৭) পিতা শৈলেন চন্দ্র সাং আলীগ্রামের ঐব্যক্তি মূল্যবান জিনিস মনে করে গ্রামের আমিরুলের বাড়িতে নিয়ে গিয়ে মাটির নিচে মূর্তিটি পুঁতে রাখে। অতঃপর গোপন সংবাদের ভিত্তিতে বৈরাগীহাট তদন্ত কেন্দ্রের এএসআই আনোয়ার হোসেন অদ্য ১৭ এপ্রিল রাত আনুঃ ২ টার সময় অভিযান চালিয়ে আলী গ্রামের আমিরুলের বাড়ির পিছনে মাটির নিচ হতে ৪০”×১৯” মাপের বিষ্ণু মূর্তিটি উদ্ধার করে।
গোবিন্দগঞ্জ থানার ওসি মেহেদী হাসান জানান, ৮৩কেজি ওজনের উদ্ধারকৃত বিষ্ণুমূর্তির আনুমানিক মূল্য৫কোটি টাকা। উল্লেখ্য আদালতের অনুমতি সাপেক্ষে মহাস্থান প্রত্নতাত্ত্বিক জাদুঘরে জমা দেয়া হবে মূর্তি টি।