রবিবার , ১৮ এপ্রিল ২০২১ | ২০শে আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. অলৌকিক
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. আলোচিত
  7. কবিতা
  8. করোনাভাইরাস আপডেট
  9. ক্যাম্পাস
  10. খেলাধুলা
  11. গনমাধ্যম
  12. চাকুরী
  13. জাতীয়
  14. ডেস্ক রিপোর্ট
  15. ধর্ম

নদীর তীর সংরক্ষণ প্রকল্পের কাজে অনিয়ম-দূর্নীতির কাজ বন্ধ রাখার নির্দেশ -এমপি

প্রতিবেদক
এইচ এম ওবায়দুল হক
এপ্রিল ১৮, ২০২১ ৪:২৪ অপরাহ্ণ

ফারুক আহমদ : সিলেটের বিশ্বনাথে প্রায় ৩৩ কোটি ৩১ লাখ টাকা ব্যয়ে   চলমান সুরমা নদীর তীর সংরক্ষণ প্রকল্পের কাজে চরম   অনিয়ম-দূর্নীতির অভিযোগেপ্রকল্পের কাজ সাময়িকভাবে বন্ধ রাখার   নির্দেশ দিয়েছেন স্থানীয় এমপি মোকাব্বির খান। বালু-পাথরের সাথে মাটির মিশ্রনে প্রকল্পের ব্লক নির্মাণেরঅভিযোগ।  পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়ে এর সত্যতা পাওয়ায় এবং   পূর্বের নিদের্শনা অমান্য করে এলাকার জনপ্রতিনিধিসহ কাউকে কিছু নাজানিয়েই প্রায় ৪৪ হাজার ব্লক নদীর তীরে ডাম্পিং   করার কারণেই প্রকল্পের কাজ সাময়িকভাবে বন্ধ রাখার   নির্দেশনা দেন এমপি মোকাব্বির খান।

 

আজ শনিবার ১৭ এপ্রিল দুপুরে স্হানীয় উপজেলার   লামাকাজী ইউনিয়নের পরগণা বাজার রাজাপুর এলাকায় । প্রকল্পের ব্লক নির্মানাধীন কাজ স্ব-শরীরে পরিদর্শন করে এলাকাবাসীর অভিযোগের সত্যতা পেয়ে ওই প্রকল্পের আওতাধীন সকল কাজ সাময়িক বন্ধ রাখার   জন্য পানি উন্নয়ন বোর্ড(পাউবো) সিলেটের সাব-ডিভিশনাল ইঞ্জিনিয়ার এ কে এম নিলয় পাশা’কে নির্দেশনা   দেন এমপি মোকাব্বির খান।

 

এলাকাবাসীর অভিযোগ ডেমিজ পাথর ও মাটি মিশ্রিত বালু  ব্লক নির্মাণ করা হয়েছে, এলাকাবাসীর কেউ কাজের অনিয়মের প্রতিবাদ করলেঠিকাদারী প্রতিষ্ঠানের লোকজন তাদের (এলাকাবাসী) বিরুদ্ধে চাঁদাবাজীর মামলা করার হুমকি দেয়,   নির্মানাধীন ব্লক নির্মিত হওয়ার পর সকলেরউপস্থিতিতে   তা গণনা করার ও সকলের সিদ্ধান্ত অনুযায়ী নির্ধারিত একটি ব্লক বুয়েট থেকে পরীক্ষা-নিরিক্ষা করার পর তা ডাম্পিং করার কথাথাকলেও সরকারী  টাকা আত্নসাৎ করার উদ্দেশ্যে কোন প্রকার গণনা ছাড়াই রাতের আধাঁরে নদীর তীরে ব্লক ডাম্পিং করা হয়েছে। এখন কম   ব্লকডাম্পিং করে যে কর্তৃপক্ষ বেশি ডাম্পিং দেখাচ্ছে না- এর  প্রমাণ কি?

 

প্রকল্পের ব্লক নির্মাণ কাজ পরিদর্শনকালে এমপি মোকাব্বির   খানের করা বিভিন্ন প্রশ্নের সঠিক কোন উত্তর দিতে পারেননি  পানি উন্নয়ন বোর্ড(পাউবো) সিলেটের সাব-ডিভিশনাল ইঞ্জিনিয়ার এ কে এম নিলয় পাশা ও ঠিকাদারী । প্রতিষ্ঠান জামিল ইকবাল লিমিটেডের পরিচালক কামরুলইসলাম চৌধুরী।

 

ব্লক নির্মান কাজ পরিদর্শনকালে এমপি মোকাব্বির খানের সামনে ঠিকাদারী প্রতিষ্ঠানের বিভিন্ন অনিয়ম-দূর্নীতির কথা তুলে ধরে বক্তব্য রাখেনলামাকাজী ইউনিয়ন   পরিষদের ৪নং ওয়ার্ডের মেম্বার ও ইউনিয়ন যুবলীগের সভাপতি ফয়ছল আহমদ, লামাকাজী ইউনিয়ন পরিষদের ৮নংওয়ার্ডের মেম্বার ও বিএনপি নেতা মো. নূরুজ্জামান, লামাকাজী   ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো:   আব্দুল রব, জাতীয় পার্টিনেতা হাবিবুর রহমান মনু প্রমুখ।

 

উল্লেখ্য, ২০২০ সালের ২৮ নভেম্বর প্রায় ৩৩ কোটি ৩১ লাখ  টাকা ব্যয়ে বিশ্বনাথ উপজেলার মাহতাবপুর ও পরগণার বাজার এলাকায় নদীর তীরসংরক্ষণ কাজের উদ্বোধন করেন এমপি   মোকাব্বির খান। পর্যায়ক্রমে ৪টি ধাপে বাস্তবায়নের লক্ষ্যে । গ্রহন করা ওই প্রকল্পের মোট ব্যয় ধরা হয়েছে১২০ কোটি ৭২   লাখ টাকা।

সর্বশেষ - আলোচিত

আপনার জন্য নির্বাচিত

বিজয় দিবসে লাল-সবুজের পতাকা গায়ে মাদ্রাসা ছাত্রদের পবিত্র কোরআন খতম

মিরসরাইয়ে মাদকদ্রব্য পিস্তলসহ আটক ৫

তুরস্ক ও সিরিয়ায় ভূমিকম্প : মৃত্যু ছাড়িয়েছে ৪১ হাজার

রামগড়ে ২৫০ জন কৃষকদের মাঝে কৃষি উপকরণ বিতরণ!

ফুলবাড়ীতে বিএনপি’র ৪৩ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত 

নাটোরে বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ ।

সাতক্ষীরায় নির্ধারিত সময়ের ৬ মাস পার হলেও ভবন নির্মাণের জন্য মাত্র কয়েকটি পিলারের রড বসিয়ে উধাও ঠিকাদার!

নওগাঁর বদলগাছীতে মথুরাপুর ইউপি চেয়ারম্যান মাসুদ রানার বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ

কানাইঘাটের বাদশা বাজারে সংঘর্ষে আহত ১৫, গ্রেফতার ৫

আইনশৃঙ্খলা রক্ষায় বিশেষ অবদান রাখায় দশমাইল হাইওয়ে থানার ওসি কেরামত আলীকে সম্মাননা

Design and Developed by BY REHOST BD