রাসেল মিজিঃ গাজীপুরে ভ্রাম্যমাণ আদালতের সামনেই মৃত্যুবরণ করলেন এক বীর মুক্তিযোদ্ধা। মহানগরীর উত্তর খাইলকৈর বটতলা এলাকায় গতকাল সোমবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে। এরই মধ্যে ঘটনা তদন্তের জন্য অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেটকে নির্দেশ দিয়েছেন জেলা প্রশাসক।
জেলা প্রশাসক জানান, এটি একটি দুখজনক ঘটনা। তবে এ ঘটনা তদন্তের জন্য গাজীপুরের অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট (এডিএম) আবুল কালামকে গতকাল সোমবার পত্রের মাধ্যমে নির্দেশ দেয়া হয়েছে। আগামী তিন কার্যদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য তাকে বলা হয়েছে। তদন্ত প্রতিবেদন হাতে পেলেই প্রকৃত ঘটনা জানা যাবে।নিহতের নাম বীর মুক্তিযোদ্ধা কফিল উদ্দিন (৭৬)। তিনি গাজীপুর সিটি কর্পোরেশনের গাছা থানাধীন উত্তর খাইলকৈর বটতলা এলাকার মৃত দেউরি ফকিরের ছেলে।
জানা গেছে, বীর মুক্তিযোদ্ধা কফিল উদ্দিনের ছেলে মতিউর রহমানের মালিকানাধীন সাজিম সোয়েটার কারখানার শ্রমিকেরা স্বাস্থ্যবিধি না মেনে এবং মাস্ক পরিধান না করে কাজ করছিলেন। এ খবর পেয়ে গত শনিবার সকাল ১০টার দিকে গাজীপুরের নির্বাহী ম্যাজিস্ট্রেট সাব্বির আহমেদের নেতৃত্বে একটি ভ্রাম্যমাণ আদালত ওই কারখানায় গিয়ে অভিযোগের সত্যতা পান। স্বাস্থ্যবিধি না মেনে কারখানা পরিচালনা করায় আদালত কারখানাটি বন্ধ করে দেন। পরে সোমবার সন্ধ্যায় ওই ম্যাজিষ্ট্রেট একই কারখানায় গিয়ে দেখতে পান অনুমতি না নিয়েই কারখানার মালিক কারখানাটি চালু করেছেন।
এ বিষয়ে কারখানার মালিকের সঙ্গে কথা বলছিলেন নির্বাহী ম্যাজিস্ট্রেট সাব্বির আহমেদ। কারখানায় ভ্রাম্যমাণ আদালতের উপস্থিতির কথা শুনে কারাখানা মালিকের বাবা বীর মুক্তিযোদ্ধা কফিল উদ্দিন ঘটনাস্থলে যান। সেখানে ম্যাজিস্ট্রেটের সঙ্গে কথা বলার সময় তাঁর সামনেই কফিল উদ্দিন হঠাৎ অসুস্থ হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। স্বজনেরা তাঁকে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক কফিল উদ্দিনকে মৃত ঘোষণা করেন।