মুহাম্মদ আব্দুর রশিদঃ শ্রমিকদের মাসের ১০তারিখ বেতন আদায় সহ ১০দফা দাবিপুরনে নিজের বুকেগুলি খেয়ে জীবন দিতে হল এস,আলম গ্রুপের কনসার্ন ফার্ম এস এস পাওয়ারপ্লান্টের ৫শ্রমিক কে। এসময় পুলিশেরএলোপাতাড়িগুলিতে আহত হয়েছেন আর ২৫শ্রমিক।
তবে স্থানীয়দের দাবী হতাহতের ঘটনা আরওবেশি। ঘটনাস্থলে সাধারণ মানুষও সাংবাদিকদের প্রবেশাধিকার নিষিদ্ধ হওয়ায় হতাহতের প্রকৃত তথ্য পাওয়া যাচ্ছেনা।এ সময় রনি হোসেন,শুভ, মো, রায়াত নামে ৪জন শ্রমিক ঘটনাস্থলে এবং চট্টগ্রাম নেয়ার পথে রায়হান নামে আরওএক জন মারা যায়। এলাকায় শোকে মাতব চলছে।