জাহিদুল ইসলাম নিক্কন: পাবনার আটঘরিয়ায় বিদ্যুস্পৃষ্ট হয়ে শাওন ( ২৪ ) নামে এক যুবকের মৃত্যু হয়েছে । রােববার ( ১৮ এপ্রিল ) দুপুরে বেরুয়ান গ্রামে এ ঘটনা ঘটে ।
আটঘরিয়া উপজেলা চাঁদভা ইউনিয়নের কদম ডাঙ্গা গ্রামের পরান আলীর ছেলে শাওন বেরুয়ার গ্রামের তিনরাস্তা মােড়ের সামনে একটি বৈদ্যুতিক লাইন থেকে অবৈধ ভাবে বিদ্যুৎ সংযােগের কাজ করছিলেন । এসময় সে বিদ্যুতায়িত হয়ে তারে ঝুলে থাকে । আশেপাশের লােকজন এসময় আটঘরিয়া ফায়ার সার্ভিসে খবর দিলে দ্রুত এসে তাকে উদ্ধার করে পাবনা সদর হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।