হারুনুর রশিদঃ কাহালু উপজেলায় করোনা মোকাবেলায় গতকাল পুলিশ হাট-বাজারে ঘন ঘন টহল দিয়েছে। তারপরেও মানুষের অযৌতিক ঘোরাফেরা ও বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান খোলা রাখা দেখে কাহালু থানার অফিসার ইনচার্জ মোঃ আমবার হোসেন নিজেই
বিভিন্ন স্থানে অধিক সময় ধরে টহল দিয়েছে।
এদিকে তার টহলের সময় লক্ষ করা গেছে খোলা দোকানপাট তরিঘরি করে বন্ধ করে যে যার মত করে সটকে পরে। এদিকে পুলিশ যখন যেদিকে যায় তখন সেইদিকে দোকানপাট বন্ধ হয়ে যায়। পুলিশ চলে আসার পর আবার অনেকে স্বাস্থ্যবিধি মানা তো দুরের কথা তারা দোকানপাট খুলে দেদারছেবেচা-বিক্রি শুরু করে। অপরদিকে অনেকে মন্তব্য করেছেন দেশকে করোনা মুক্ত রাখতে হলে সবাই নিজ নিজ অবস্থান থেকে সরকারি সিদ্ধান্ত ও স্বাস্থ্যবিধি মেনে চলা ছাড়া কোন বিকল্প নেই।