অপেক্ষা করতে জানি, মূহুর্তে ডুবতে অভ্যস্ত নই।
সঠিক মানুষ পেলে, হ্যাঁ তাকে তার মতো করেই আগলে রাখবো।
ভুল মানুষের হাত ধরে, ভালোবাসা নামক শব্দটির গুরুত্ব হারিয়ে ফেলতে রাজি নই।
আমি অপেক্ষা করতে রাজি আছি, সেই মানুষটির জন্য যে বাঁধা এলেও আমার হাতটা শক্ত করে ধরে বাঁধা কাটিয়ে এগিয়ে যেতে শেখাবে।
সঠিক মানুষ, সঠিক সম্পর্ক মানে এই না, যে সেই সম্পর্কে মান- অভিমান নেই, নিশ্চয়ই আছে, তবে সে মান-অভিমান, অভিযোগ বানিয়ে কখনো ছেড়ে যাবে না বরং ভুল হলে ধরিয়ে দেবে, আগলে রাখবে ভীষণ ভাবে।
হ্যাঁ আমি অপেক্ষা করবো,
সারাজীবন থাকবো মানুষটার সঙ্গে, ভাবলে অনেক না ভাবলে কিছুই না। তবুও আমি অপেক্ষা করবো, মুহূর্তের মাঝে ডুবে,আঁকড়ে ধরে, অবহেলা পেতে রাজি নই।
আমি সেই মানুষটির জন্য অপেক্ষা করি, যাকে দিনশেষে মনের সমস্ত এলোমেলো কথা গুলো নিশ্চিন্তে, নির্দ্বিধায় বলা যায়।