সোমবার , ১৯ এপ্রিল ২০২১ | ২০শে আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. অলৌকিক
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. আলোচিত
  7. কবিতা
  8. করোনাভাইরাস আপডেট
  9. ক্যাম্পাস
  10. খেলাধুলা
  11. গনমাধ্যম
  12. চাকুরী
  13. জাতীয়
  14. ডেস্ক রিপোর্ট
  15. ধর্ম

শ্যালকের ছুরিকাঘাতে দুলাভাই আহত,গ্রেপ্তার ০১।

প্রতিবেদক
এইচ এম ওবায়দুল হক
এপ্রিল ১৯, ২০২১ ২:০৭ পূর্বাহ্ণ

সালাহ উদ্দিন সৈকতঃ গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সফিপুর উত্তরপাড়া তালতলী মাঠ এলাকায় শনিবার রাতে আলীনুর (৩০) নামের এক ব্যক্তি কে ছুরিকাঘাতের অভিযোগ উঠেছে আপন শ্যালক হারুনুর রশিদ(২৮)এর বিরুদ্ধে।আহত ব্যক্তি বগুড়া জেলার বটতলা এলাকার শাজাহান মিয়ার ছেলে।সে উপজেলার সফিপুর উত্তরপাড়া তালতলি মাঠ এলাকার ভুলু মিয়ার বাসায় স্ত্রী সন্তান নিয়ে ভাড়া থাকে।পেশায় তিনি চন্দ্রা টু নারায়ণগঞ্জের মৌমিতা পরিবহনের চালক।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়,বছর পাঁচেক আগে পরিচয় হয় পোশাক শ্রমিক সাজিনা বেগম(১৯) এর সাথে সেই পরিচয়ের সূত্র ধরে বিয়ে। সাজিনা বেগম জামালপুরের বকশিগঞ্জ থানার দেনুয়া গ্রামের আঃ ছালামের মেয়ে।সাজিনার পরিবার একই এলাকার বছির উদ্দিন এর বাসায় ভাড়া থাকে।সে স্থানীয় একটি তৈরি পোশাক কারখানার সুইং অপারেটর।
বিয়ের পর থেকেই তাদের মাঝে নানা সময় ঝগড়া মারামারি লেগেই থাকতো।প্রায় সময় সংসারে টাকা দিতে না পারায় প্রায়ই তুমুলঝগড়া বাঁধে।এর ধারাবাহিকতায় শনিবার সকালে ঝগড়া বাধে।ঝগড়ার এক পর্যায়ে সাজিনার পরিবার আলীনুর কে বেদম মারধর করে।পরে ঘটনার বিষয়টি স্থানীয় মাতব্বরদের জানালে তারা রাতে বিষয়টি দেখবে বলে স্বান্তনা দেন।পরে রাত আটটার দিকে তালতলি মাঠ সংলগ্ন সেলিমের দোকানে বসে আলীনুর বসে সিগারেট খাওয়ার কালে সাজিনার বড় ভাই হারুনুর রশিদ(২৮) তাকে এলোপাতাড়ি ছুড়ি দিয়ে আঘাত করে।
পরে আলীনুরের আত্মাচিৎকারে আসে পাশের লোকজন চলে আসলে হারুনুর রশিদ ঘটনা স্থল থেকে পালানোর চেষ্টা করলে জনতা তাকে আটক করে পুলিশে সোপর্দ করে এবং আহত আলীনুর কে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।এ ঘটনায় আহত আলীনুর বাদী হয়ে কালিয়াকৈর থানায় অভিযোগ দায়ের করেছেন।কালিয়াকৈর থানা ইনচার্জ মনোয়ার হোসেন চৌধুরী জানান,”এ ঘটনায় অভিযোগ দায়ের করা হয়েছে।একজন কে গ্রেফতার করা হয়েছে।তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।”

সর্বশেষ - আলোচিত

আপনার জন্য নির্বাচিত
Design and Developed by BY REHOST BD