মোঃতারিকুর রহমান : চুয়াডাঙ্গায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের ভ্রাম্যমাণ অভিযান পরিচালিত হয়েছে। অভিযানে আদায় করা হয়েছে ২০ হাজার টাকা জরিমানা। রবিবার (১৮ই এপ্রিল) সদর উপজেলার ইসলাম পাড়া ও আলমডাঙ্গা উপজেলার কাঁচাবাজার এলাকায় এই অভিযান পরিচালিত হয়। অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, চুয়াডাঙ্গা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক সজল আহমেদ।
তিনি জানান, পবিত্র রমজান মাস উপলক্ষ্যে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্য সাধারণ ভোক্তাদের নাগালের মধ্যে রাখার জন্য চুয়াডাঙ্গা সদর আলমডাঙ্গা উপজেলায় ভ্রাম্যমাণ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে আলমডাঙ্গা কাঁচাবাজার তদারকি করা হয়। এ সময় আড়তদার ও খুচরা ব্যবসায়ীদের পণ্যের মূল্যতালিকা প্রদর্শন, প্রতিটি পণ্যের ক্রয়-বিক্রয়ের রশিদ প্রদান ও সংরক্ষণ করতে বলা হয়। পরে সদর উপজেলার ইসলাম পাড়ায় মিঠাইবাড়ি মিষ্টির কারখানায় অভিযান পরিচালনা করে অস্বাস্থ্যকরভাবে মিষ্টি তৈরি ও দইয়ের পাতিলে ওজন কারচুপি করার অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৪৩ ও ৪৬ ধারায় ২০ হাজার টাকা জরিমানা করা হয়।
এ সময় জনসাধারণকে মাস্ক পরিধান করে ভিড় এড়িয়ে এবং নির্দিষ্ট দূরত্ব বজায় রেখে যথাযথ স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য অনুরোধ করা হয়। চুয়াডাঙ্গা জেলা পুলিশের একটি টিম অভিযান পরিচালনায় সার্বিক সহযোগিতা করেন। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চুয়াডাঙ্গা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক সজল আহমেদ।