মোঃ আলী সোহেল : কিশোরগঞ্জের কটিয়াদীতে মোটরসাইকেলের ধাক্কায় মোঃ হাবিবুর রহমান (৭০) নামে এক স্বর্ণ ব্যবসায়ী নিহত হওয়ার খবর পাওয়া গেছে।
সোমবার (১৯ এপ্রিল) সকালে কিশোরগঞ্জ-ভৈরব আঞ্চলিক মহাসড়কের চারিয়াকোনা এলাকায় এই দুর্ঘটনাটি ঘটেছে। নিহত মোঃ হাবিবুর রহমান কটিয়াদী পৌরসভার চরিয়াকোনা এলাকার মৃত আ. লতিফের ছেলে। তিনি কটিয়াদী বাজারের স্বর্ণ ব্যবসায়ী।
প্রত্যক্ষদর্শীরা জানান, রাস্তা পারাপারের সময় বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেল হাবিবুর রহমানকে ধাক্কা দিলে এতে তিনি গুরতর আহত হন। আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে ভাগলপুর জহুরুল ইসলাম মেডিকেলে কলেজ হাসপাতালে নিয়ে যায়। পরে তসর অবস্থা আশংকা জনক হওয়ায় সেখান থেকে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানো হয়। ঢাকায় নেয়ার পথে তার মৃত্যু হয়।
কটিয়াদী হাইওয়ে পুলিশের ভারপাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম তৌফিক এই ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, দুর্ঘটনা সম্পর্কে আমাদেরকে জানানো হয়েছে। তবে আমাদের এখন পর্যন্ত এ বিষয়ে কেউ কোনো অভিযোগ করেনি। অভিযোগ পেলে এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।