জাহিদুল ইসলাম নিক্কন:পাবনা ঈশ্বরদী লালনশাহ্ সেতুর নীচে পদ্মা নদীতে গোসল করতে নেমে নুরু (১৬) নামের এক তরুণের মৃত্যু হয়েছে।
নুরু ভেড়ামারা উপজেলার মোকারিমপুর ইউনিয়নের গোলাপনগর এলাকার মোসাদ্দেক আলীর ছেলে ও বাদুরপুর মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণীর কারিগরি শাখার ছাত্র।
সোমবার দুপুরে একই এলাকার ৪ বন্ধুর সাথে নদীতে গোসল করতে নামলে নুরু সাতার না জানায় ডুবে যায়। ভেড়ামারা পুলিশ ও ফায়ার সার্ভিসের ঘন্টা দুয়েকের অভিযানের পর সন্ধ্যা ৬টার দিকে লাশ উদ্ধার হয়।