মোঃ রাজু হোসেন : লক্ষীপুরের রামগঞ্জ উপজেলা সরকার কর্তৃক ঘোষিত দ্বিতীয় মেয়াদে লকডাউন বাস্তবায়নে লক্ষ্যে মাঠে নেমেছে রামগঞ্জ থানার পুলিশ ও উপজেলা ভূমি কর্মকর্তা।
মঙ্গলবার (২০এপ্রিল) সকালে লকডাউন বাস্তবায়ন করার জন্য রামগঞ্জ বাজার, সোনাপুর বাজার, রামগঞ্জ চৌরাস্তা হয়ে চৌহমুনী বাজার পর্যন্ত রামগঞ্জ উপজেলা প্রশাসন ও থানা পুলিশের বিশেষ অভিযান চালান।
এছাড়াও লকডাউনের প্রথম ও দ্বিতীয় দিনেও তারা রামগঞ্জ পদ্মা বাজার এবং রামগঞ্জের পানপাড়া বাজারে অভিজান করেন।
এসময়ে রামগঞ্জ থানার অফসার ইনচার্জ আনোয়ার হোসেন মানুষকে সচেতন করার জন্য বলেন, আপনার ঘরে থাকুন, সুস্থ্য থাকুন। অযথা বাহিরে ঘুরাফেরা করবেন করবেন না। আপনাদের যদি নিত্য প্রয়োজনীয় জিনিস পত্র লাগে তবে সতর্কতা অলম্বন করে কিনে নিয়ে যান। লকডাউন বাস্তবায়নে আপনারা প্রশাসনকে সাহায্য করুন।
আমরা আপনাদের পাশে আছি। করোনা ভাইরাসে মৃত্যুর পরিমান দিন দিন বাড়তেছে। সবাই সচেতন হউন।
এসময় রাস্তায় দূরপাল্লার যাত্রীবাহী বাস না চললেও মাঝেমধ্যে অটোরিক্সা, সিএনজি, পিকআপ ভ্যান, কভার ভ্যান হালকা পরিশরে দেখা গিয়াছে। তবে সেখানেও রয়েছে পুলিশি অভিযান। পুলিশের হাতে নানা রকম প্রশ্নের সম্মুখীন হতে হয় এসব যানবাহনের চালকদের।