আজাদুল ইসলামঃ সিরাজগঞ্জ জেলা গোয়েন্দা শাখার (ডিবি) অভিযানে ৩০০ পিস ইয়াবা ও ০১ কেজি গাঁজাসহ ০২ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।
রবিবার (১৮ এপ্রিল) দিনগত রাত ১১.০০ ঘটিকার সময় গোপন সংবাদ এর ভিত্তিতে পুলিশ সুপার হাসিবুল আলমের দিক নির্দেশনায় জেলা গোয়েন্দা শাখার এসআই মোঃ নাজমুল হক ও সঙ্গীয় অফিসার ফোর্সের সহায়তায় বিশেষ অভিযান পরিচালনা করে সিরাজগন্জের সলঙ্গা থানাধীন হাটিকুমরুল হতে ০২ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়।
এ সময় তাদের কাছ হতে ৩০০ পিস ইয়াবা ও ০১ কেজি গাঁজা উদ্ধার করা হয়।গ্রেফতারকৃত আসামীরা হচ্ছে ১। মোঃ আতিকুল ইসলাম (৪৬), পিতা- মৃত আছের উদ্দিন শাহ, গ্রাম-চাঁচকৈড় পুরানপাড়া, থানা- গুরুদাসপুর, জেলা- নাটোর, ২। মোঃ ফজলুর রহমান (৪৮), পিতা-মৃত আব্দুর রশিদ, গ্রাম- উত্তর ফরিদপুর, থানা- রায়গঞ্জ, জেলা- সিরাজগঞ্জ।
গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) এর সারণীর ১৯(ক) ধারায় সলঙ্গা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু প্রক্রিয়াধীন।