মেহেদী জামান আনন্দঃ ফুলবাড়ীর বিভিন্ন স্থান থেকে অবৈধভাবে বালু উত্তোলন করা হচ্ছে। সরেজমিনে দেখা গেছে, উপজেলার শিমুলবাড়ী ইউনিয়নের গুয়াবাড়ী ঘাটে নবনির্মিত সেতুর মাত্র ২০০ গজ দূরে বারোমাসিয়া নদী থেকে প্রতিদিন শত শত ট্রাক বালু তোলা হচ্ছে।
এছাড়া উপজেলার গোরকমণ্ডল, চর গোরকমণ্ডল, কৃষ্ণানন্দ বকসি, পশ্চিম ফুলমতি কলাবাগান, চর শিমুলবাড়ী, সোনাইকাজী, কুটিচন্দ্রখানা, শাহবাজার, বিলুপ্ত ছিটমহল দাসিয়ারছড়ার কালিরহাটসহ বিভিন্ন স্থান থেকে অবৈধ ড্রেজার মেশিনে দিনরাত বালু উত্তোলন করা হচ্ছে। এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. তৌহিদুর রহমান জানান, বালু উত্তোলনকারীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে। কয়েকটি স্থানে বালু উত্তোলন বন্ধ করাও হয়েছে৷