শুক্রবার , ৯ জুলাই ২০২১ | ১৯শে অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. অলৌকিক
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. আলোচিত
  7. কবিতা
  8. করোনাভাইরাস আপডেট
  9. ক্যাম্পাস
  10. খেলাধুলা
  11. গনমাধ্যম
  12. চাকুরী
  13. জাতীয়
  14. ডেস্ক রিপোর্ট
  15. ধর্ম

শাহজাদপুরে বিয়ের  দাওয়াত না পেয়ে পরিবারের উপর হামলা

প্রতিবেদক
এইচ এম ওবায়দুল হক
জুলাই ৯, ২০২১ ১২:৪৮ পূর্বাহ্ণ

শফিকুল ইসলামঃ শাহজাদপুরে বিয়ের  দাওয়াত না পেয়ে ক্ষোভে অসহায় পরিবারের উপর হামলা, মারপিট আহত ৩  বাড়ি অবরুদ্ধ করেছে গ্রাম মাতব্বর ।ঘটনাটি ঘটেছে সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার গাড়াদাহ ইউনিয়নের বারইটেপরি গ্রামে।জানা যায়,  বারই টেপরি গ্রামের মোঃ মজিবর (আমিন) এর ছোট পুত্র মোঃ শাহাদত হোসেন (৩২) এর কিছু দিন আগে বিয়ে হয়। দরিদ্র পরিবার হওয়ায় অল্প সংখ্যক লোকজনকে দাওয়াত করে বিয়ের অনুষ্ঠানটি শেষ করে।সেই বিয়েতে গ্রামের মাতব্বর  আব্দুল মতিনের পরিবারকে দাওয়াত না দেয়ায় মতিনের সাথে বাকবিতন্ডিতা হয়।

তারই জের ধরে গত মঙ্গলবার সকালে মোঃ মতিন প্রামানিক (৫০) মতিনের ভাই মোঃ মরতুজ প্রামানিক (২৫) মতিনের ছেলে মোঃ লিটন প্রামানিক (২০) লাঠিসোটা নিয়ে মজিবরের বাড়িতে হামলা চালিয়ে মজিবরের পরিবারের লোকজনকে মারধর করে। এতে মজিবরের প্রতিবন্ধী মেয়ে আজমিনা (২০) বড় ময়ে সালমা খাতুন (২৩)  ও জামাই মোঃ হেলাল উদ্দিন (২৪)আহত হয়। আহতদের চিকিৎসার জন্য কোন হাসপাতালে যেতে দিচ্ছেনা মতিন ও তার পরিবার। এ ঘটনায় মজিবর যাতে থানায় গিয়ে অভিযোগ করতে না পারে সেই লক্ষে মতিন তার গ্রামের কিছু কুচক্রী  লোকজন নিয়ে মজিবরকে বাড়ির বাইরে না যাওয়ার হুমকি দেয় ও মজিবরের বাড়ি অবরুদ্ধ করে রাখে।

এমন অবস্থায় মজিবরের শালক  শাহজাদপুর পৌরসদরের দ্বারিয়াপুর গ্রামের মোঃ সাদেকুল ইসলাম সোহেল মজিবরের পরিবারকে অবরুদ্ধ থেকে  করতে নিজে বাদী হয়ে বুধবার সকালে শাহজাদপুর থানায় একটি অভিযোগ দ্বায়ের করলে থানার অফিসার্স ইনচার্জ শাহিদ মাহমুদ খান সেখানে পুলিশ পাঠিয়ে তাদের অবরুদ্ধ থেকে মুক্ত  করেন এবং এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে মতিন ও তার পরিবারের লোকজনসহ গ্রামের কুচক্রী প্রামানিকরা গ্রাম থেকে পলায়ন করে।

সর্বশেষ - আলোচিত

আপনার জন্য নির্বাচিত
Design and Developed by BY REHOST BD