নাসিরুল ইসলাম : চাঁপাইনবাবগঞ্জে ৮ জন জুয়ারী কে গ্রেফতার করেছে র্যাব-৫। রোববার দিবাগত রাতে চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার একটি বিল্ডিং এর দোতলায় টিনসেড রুমে অভিযান চালিয়ে জুয়ারীদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত ব্যক্তিরা হচ্ছে; মাহমুদ হোসেন (৫৫) , মেঃ মিনহাজ (৩২), শাকিল রেজা (৩৩), রাসেল (৩২), টুকু (৩৫), মেরাজ (৩২), বাবু (৩৫), রানা (৩৫)। এ সময় তাদের কাছ থেকে ১টি প্লেয়িং কার্ড, ১৫ টি মোবাইল ফোন ও সিম কার্ড, ৫টি মেমোমী কার্ড,নগদ ১৮ হাজার ১০০ টাকাও উদ্ধার করা হয়।
র্যাব-৫ দেয়া এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়; চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার কলোনীপাড়া এলাকায় একটি টিনসেড ঘরে বসে ৮জন জুয়ারী জুয়া খেলছিলো। র্যাব-৫ এর অভিযানিক একটি দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায়। এবং তাদেরকে সেখান থেকে করা হয়। র্যাব-৫ আরোও জানায়; এ ঘটনায় চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে