এস এইচ মিলন
সত্যি করে বলতো সেদিনের কথা,শেষ স্মৃতির কথা ?
তুমি আমাকে দেখবে বলে অপলক চোখে
অনেক দূরে গিয়েও চোখ ফেরাতে পারনি,
কেন পারনি বলবে কি সত্যি করে ?
আমার স্মৃতির রোমন্থনে চোখে ভাসছে সেই শেষ দেখার
স্মৃতিটুকু,কত যে বেদনা বিধুর ?
জানি, তোমার ছিল না কোন ছলনা,
পারিপাশ্বিক অবস্হা তোমাকে আমার সঙ্গিনী হতে দিলনা !
জানি,আমার অদৃশ্যতায় তুমি হয়তো ভুলেছো আমারে,
ঠিক তখনেই তুমি খুজে নিয়েছো নতুন ঠিকানা,
নতুন করে পথ চলা,নতুন করে বেঁচে থাকার প্রেরণা ।।
সত্যিই তুমি আমার কাছে অভিশপ্ত নও,
অভিশপ্ত হয়তোবা আমিই সেজেছি তোমার কাছে !
তুমি সুখে থাকলে হয়তো এ অভিশপ্ততা কেটে যেতো তোমার থেকে,
যদি না সুখে থাকো রেখোছো মনের গহীনে ।।
প্রিয়া আমি হেরে গিয়েছিলাম চরম বাস্তবতার কাছে,
আমি হেরেছিলাম স্বার্থের কাছে।
আমি ধন্য তুমি আমারে ভালোবেসেছিলে বলে,
উপায় খুঁজে বের করেছিলে।।
হয়তো সামর্থ্য ছিল না আমার তা বুঝানোর,
এটা হয়তো আমার এ ব্যর্থতা !
তবুও বলবো ছিল না তোমার কোন ছলনা ?
তুমি ভালো নেই আমার হৃদয় বলে,
শেষ দেখাটাও আমাকে ইঙ্গিত দিয়েছিল
তুমি আমারে ছিলে,ছিল না তোমার কোন ছলনা।
খুব জানতে ইচ্ছে করে,
তুমি কি সেই আগের মতই আছো নাকি বদলে গেছো ?
জানতে ইচ্ছে করে তোমার অনুভূতিগুলো কি তোমাকে আগের মতই ব্যাকুল করে তোলে ?
স্মৃতিগুলো কি তোমাকে আজও আগের মত করে কাঁদায় ?
শেষ স্মৃতিই রোমন্থন করে ভেবে পাই,
তুমি ভালো নেই,তুমি ভালো নেই !