জাহিদুল ইসলাম নিক্কন: পাবনা জেলা ডিবি ও জেলা প্রশাসন কর্তৃক পরিচালিত এক অভিযানে ইউনিটের নাম একটি প্রতিষ্ঠানর ফ্রুট সিরাপের নামে যৌন উত্তেজক সিরাপ ও চকলেট তৈরীর একটি কারখানায় অভিযান পরিচালনা করে বিপুল পরিমান সামগ্রী আটক করে জেলা গোয়েন্দা পুলিশ।
বৈধ কোন কাগজ না থাকার কারণে নিবাহী মেজিস্ট্রেট জনাব মো সাইফুল ইসলাম ভ্রাম্যমান আদালতের মাধ্যমে মোঃ ইমরান কায়েস (৪৫) গ্রাম কৃষ্ণপুর থানা জেলা পাবনা আসামিকে তিন মাসের জেল এবং দুই লক্ষ টাকা জরিমানা করে অনাদায়ে আরো পনের দিনের জেল প্রদান করেন ভাম্যমান আদালত। সেনেটারি ইন্সপেক্টর অনুমোদন পাওয়া দুইটি প্রোডাক্ট এর নমুনা পরীক্ষার জন্য সংগ্রহ করেছেন। উপস্থিত ম্যাজিস্ট্রেট মহোদয় কারখানা টি সিলগালা করেছেন।