সালাহ উদ্দিন সৈকতঃ গাজীপুরের কালিয়াকৈর পৌর আওয়ামী লীগ কার্যালয়ের সংলগ্ন এলাকা থেকে ৩টি ককটেল ও হেফাজত ইসলামের লিফলেট উদ্ধার করেছে পুলিশ। রোববার (১৮ এপ্রিল) দিনগত রাতে এই ঘটনাটি ঘটে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়,রোববার (১৮ এপ্রিল) দিনগত রাতে চন্দ্রা পৌর আওয়ামী লীগের কার্যালয়ের ৩০০ গজ উত্তরে হঠাৎ একটা বিকট শব্দ হয়।এই শব্দ পেয়ে স্থানীয়রা এগিয়ে গেলে বেশ কয়েকজন লোক পালিয়ে যায়। এ সময় স্থানীয়রা দেখতে পায় লাল রঙের কসটেপ পেঁচানো কয়েকটি বস্তু ও কাগজ পড়ে রয়েছে।পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে তিনটি তাজা ককটেল ও হেফাজতের লিফলেট উদ্ধার করে।তবে এ কারণে পুলিশ কাউকে এখনও আটক করতে পারেনি।
কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনোয়ার হোসেন চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করে গণমাধ্যম কে জানান,এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে আটক করা যায়নি।