নিজস্ব প্রতিবেদক : নাঙ্গলকোট উপজেলায় প্রধানমন্ত্রীর আশ্রয়ন প্রকল্পের অনিয়ম ও দুর্নীতি, স্বজনপ্রীতি মাধ্যমে ব্যাপক অনিয়ম । সরজমিনে দেখা যায় , নিম্নমানের মালামাল , পাতলা টিন , পরিমানে কম সিমেন্ট, ব্যবহারের কারনে যেকোন সময় পাটল দরে ভেঙে পড়তে পারে !
ঘরের ফ্লোর থেকে ৩ ফিট নিছে যাবে ইট গাতনি দেওয়ার কথা আছে , শিডিউলে দেওয়া আছে দেড় ফিট, ৬ রদ্দা, ৩ ফিট হতে হলে লাগবে ১২ রদ্দা, ঘরের ফ্লোরে ইটের সলিং দরা থাকলেও তা দেওয়া হয়নি, সলিং না দিয়ে শুধু হালকা ডালাই দিয়ে ফ্লোরের কাজ করা হয়েছে , যা কিছু দিন পরে ফেটে যাবে, এই দুই আইটেম মিলিয়ে ইট কম দিয়েছে প্রায় ৩৩০০ ইট যার বাজার মূল্য ২৮০৫০ টাকা
ঘরের জানালার উপরে চানসিট দরা থাকলেও তা দেওয়া হয়নি, ঘরের ফ্লোর থেকে উচ্চা ৮ ফিট ৬” দরা আছে, কিন্তু এখানে প্রায় ৮” কম দেওয়া হচ্ছে, কাঠের মধ্য আলকাতরা দেওয়ার কথা থাকলেও দেওয়া হয়নি । দরজা জানালা মোটা সিট ব্যবহারের কথা থাকলেও পাতলা সিট এংগেল ব্যবহার করা হয়েছে, টিন ৩৬ মিলি দরা যার প্রতি বানের উজন হওয়ার কথা ৫৫-৫৭ কেজি, কিন্তু দেওয়া হয়েছে জালালাবাদের রঙ্গিন টিন যার প্রতিবানের উজন ৪০-৪১ কেজি মাত্র ।
আশ্রয়ন প্রকল্পের কাজের সাথে সম্পৃক্ত ঠিকাদার ইউনো লামিয়া সাইফুলের স্বামি, ও তার বন্ধু সাবধান চৌধুরীর (মেম্বার) নাতি, জামাত শিবিরের সাবেক নেতা । সুত্র জানিয়েছে , ইউনো অফিসের পিয়ন মানিকের মাধ্যমে উপকার ভুগিদের কাছ থেকে টাকা কালেকশান , যারা ৪০ হাজার করে টাকা দিতে পারে তারাই ঘর পাইতেছে,প্রকৃত ভূমিহীন ঘর পাওয়া থেকে বঞ্চিত