মঙ্গলবার , ২০ এপ্রিল ২০২১ | ৮ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. অলৌকিক
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. আলোচিত
  7. কবিতা
  8. করোনাভাইরাস আপডেট
  9. ক্যাম্পাস
  10. খেলাধুলা
  11. গনমাধ্যম
  12. চাকুরী
  13. জাতীয়
  14. ডেস্ক রিপোর্ট
  15. ধর্ম

শিশু আব্দুর রহমান নিহতের ঘটনায় বেরিয়ে এসেছে চাঞ্চল্যকর তথ্য

প্রতিবেদক
এইচ এম ওবায়দুল হক
এপ্রিল ২০, ২০২১ ৪:৩৬ অপরাহ্ণ

কাওছার হোসেনঃ কেশবপুর উপজেলার ৪ নং বিদ্যানন্দকাঠি ইউনিয়নের বাউশলা গ্রামে পরিত্যক্ত ককটেল বিস্ফোরণে স্কুল ছাত্র আব্দুর রহমান (৮) নিহতের ঘটনায় আটক যুবলীগ নেতা ফারুক হোসেনের ২ দিনের রিমান্ড পরবর্তী বেরিয়েছে এসেছে চাঞ্চল্যকর তথ্য।সোমবার (১৯ এপ্রিল) জানা গেছে, দুই দিনের রিমান্ডে যুবলীগ নেতা ফারুক হোসেন চাঞ্চল্যকর তথ্য দিয়েছে বলে পুলিশ জানায়। শুক্রবার সকালে তাকে যশোর আদালতে সোপর্দ করে ৭ দিনের রিমান্ডের আবেদন করে কেশবপুর থানা পুলিশ।

গত বৃহস্পতিবার দুপুরে উপজেলার বিদ্যানন্দকাটি ইউনিয়নের বাউশলা গ্রামে ওই ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। ফারুকের আশ্রয় প্রশ্রয়দানকারী ও সহযোগীদের সম্পর্কে অনেক তথ্য পেয়েছে পুলিশ। আটক এড়াতে ঘটনার সাতে জড়িত অনেকেই গা ঢাকা দিয়েছে । ঘটনার সাথে জড়িতদের আটকে পুলিশি অভিযান অব্যহত রয়েছে।
উল্লেখ্য, উপজেলার বাউশলা গ্রামের মিজানুর রহমানের স্ত্রী নিলুফা বেগম প্রতি দিনের ন্যায় বৃহস্পতিবার সকালে বাড়ীর পাশের মাঠে তাদের স্যালো মেশিনে পানি উঠছে কিনা তা দেখতে যায়। এসময় মোস্তফার টোঙ ঘরে স্যালো মেশিনের পাশে পরিতাক্তবস্থায় একটি কৌটা পড়ে থাকতে দেখে কৌটাটি হাতে করে নিজ বাড়ীতে আনে। দুপুরের দিকে নিলুফা, তার ছেলে আব্দুর রহমান ও মেয়ে মারুফা মিলে কৌটাটি খোলার চেষ্টাকালে সেটি বিষ্ফোরিত হয়ে ঘটনাস্থলে ছেলে আব্দুর রহমান (১০) নিহত হয়। মারাত্বকভাবে আহত হয় নিলুফা (৩০) ও শিশু কন্যা মারুফা(৪)।
পুলিশ ঘটনাস্থানে পৌছে স্যালো মেশিন ঘরে রেখে যাওয়া বোমার সূত্র খুজতে গিয়ে পাশ্ববর্তি ওই যুবলীগ নেতার ঘেরের টোং থেকে মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার করে। পরে অভিযান চালিয়ে বোমার ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে বিদ্যানন্দকাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমজাদ হোসেনের ভাই ইউনিয়ন যুবলীগের যুগ্ন আহবায়ক ফারুক হোসেনকে সন্দেহভাজন ভাবে আটক করেছে পুলিশ।
এ ঘটনায় নিহত স্কুল ছাত্রের চাচা সিরাজুল ইসলাম গত ১৫ এপ্রিল কেশবপুর থানায় মামলা করেন। যার নং-৭। স্থানীয়রা জানায় , ফারুক হোসেন নামে ওই যুবলীগ নেতা মতাসীন দলের প্রভাব খাটিয়ে সাধারণ মানুষকে জিম্মি করে ওই গ্রামের মোস্তফার মৎস্য ঘেরটি দখলে নিয়ে মৎস্য চাষ শুরু করেন। বিস্ফোরনে শিশু নিহতের পরে পুলিশ ওই ঘেরের টংঘর থেকে বেশ কিছু ইয়াবা সেবনের সরঞ্জাম উদ্ধার করে।স্থানীয়রা আরও জানান, টংঘরে বহিরাগতরা নিয়মিত আড্ডা ও মাদকসেবন করে। এছাড়া বিরোধপূর্ণ ঘের দখলে রাখতে হয়তো সেখানে ককটেল রতি ছিল।
কেশবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ জসীম উদ্দীন বলেন, বোমা বিস্ফোরনে স্কুল ছাত্র নিহতের ঘটনায় আটক যুবলীগ নেতা ফারুক হোসেনকে আদালতে সোপর্দ করে ৭ দিনের রিমান্ড চাওয়া হয়। বিজ্ঞ আদালত ২ দিনের রিমান্ড মঞ্জুর করেন। ২ দিনের রিমান্ডে চাঞ্চল্যকর তথ্য পাওয়া গেছে। মামলার ঘটনার প্রকৃত রহস্য উদঘাটনের লক্ষে থানা পুলিশি অভিযান অব্যহত রয়েছে।

সর্বশেষ - আলোচিত

আপনার জন্য নির্বাচিত

লালপুরে ক্যাডার সার্ভিস চালুসহ ৫দফা দাবিতে নার্সদের মানববন্ধন

বগুড়ায় করোনায় মৃত্যু ৭ নতুন আক্রান্ত ১০১

শিবগঞ্জে র‌্যাবের পৃথক দু’টি অভিযানে মাদকদ্রব্যসহ আটক-৩

লক্ষ্মীপুর কমলনগরে নিয়ন্ত্রণ হারিয়ে বাস ফুটপাতে, আহত ১০

অভয়নগরে গরুর শিং এর আঘাতে ছাত্র নিহত

শ্রীপুরে শিশু ধর্ষণের ঘটনা টাকার বিনিময়ে ধামাচাপা দিলেন ইউপি সদস্যসহ গ্রাম্য মাতুব্বরেরা

উলিপুরে চাঞ্চল্যকর হত্যাকান্ডের রহস্য উদঘাটন, আটক-২

সিরাজগঞ্জের শাহজাদপরে ২৪৯ পিচ ইয়াবাসহ শীর্ষ মাদক ব্যবসায়ী গ্রেফতার

চিরিরবন্দরে বিনম্র শ্রদ্ধা বঙ্গবন্ধুর শেখ মুজিবুর রহমানের ৪৬ শাহাদৎ বার্ষিকী উদযাপিত 

রোয়াছড়িতে প্রধানমন্ত্রীর উপহার ঘর পেল ১৪ গৃহহীন পরিবার

Design and Developed by BY REHOST BD