রিয়াজ আহমেদ হান্নানঃসিরাজগঞ্জের সলংগার হাটিকুমরুল হাইওয়ে থানার হাসানপুর গ্রামস্থ সিরাজুল ইসলামের মুরগির দোকানের সামনে থেকে ১৫ পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ী কে গ্রেফতার করেছে র্যাপিড একশন ব্যাটেলিয়ন ( র্যাব)-১২ এর চৌকস অভিষনিক দল।
গত সোমবার, রাত এগারোটার পর গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১২ এর স্পেশাল কোম্পানির ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার ও সহকারী পুলিশ সুপার মোহাম্মদ মহিউদ্দিন মিরাজের নেতৃত্বে র্যাবের অভিষনিক দল সিরাজগঞ্জের সলংগার হাটিকুমরুল ইউনিয়নের হাসানপুর থেকে মিলটন উদ্দিন নামের এক মাদক ব্যবসায়ী কে গ্রেফতার করেছে।
এ সময় তার নিকট ১৫ পিস ইয়াবা এবং মাদক ব্যবসায়ের কাজে ব্যবহৃত একটি মোবাইল ফোন জব্দ করা হয়। গ্রেফতারকৃত আসামী হলেন সিরাজগঞ্জ জেলার সলংগা থানার হাসানপুর গ্রামের তাজু মাষ্টারের ছেলে মিলটন (৩২)। গ্রেফতারকৃতকে ২০১৮ সালের মাদক নিয়ন্ত্রণ আইনের আওতায় এনে সিরাজগঞ্জ জেলার সলংগা থানায় হস্তান্তর করা হয়েছে। র্যাব-১২ মিডিয়া সেল জানায়, মিলটন অনেক দিন ধরে মাদক চোরাচালানের সাথে সম্পৃক্ত।