সালাহ উদ্দিন সৈকতঃ গাজীপুরের কালিয়াকৈর উপজেলার কালামপুর এলাকায় মঙ্গলবার সকালে এক অগ্নিকাণ্ডের ঘটনায় ফরিদা পারভীন নামক এক ব্যক্তির বাড়ির পাঁচটি কক্ষ পুড়ে ছাই হয়ে গেছে।স্থানীয় লোকজন ও ফায়ার সার্ভিসের কর্মীরা আধা ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
কালিয়াকৈর ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা কবিরুল আলম জানান,”উপজেলার কালামপুর এলাকায় আজ সকালে আগুন লেগেছে সংবাদ পেয়ে ঘটনাস্থলে গিয়ে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট আধাঘণ্টার কাজ করার পর আগুন নিয়ন্ত্রণে আনেন।এ সময় আগুনের লেলিহান শিখায় মুহুর্তের মধ্যে ফরিদা পারভীনের বাসাবাড়ির পাঁচটি কক্ষ পুড়ে যায়।তবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্টসার্কিটে আগুনের সূত্রপাত হয়েছে।তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ণয় করা যায়নি।”