আমিরুল হকঃ নীলফামারীর সৈয়দপুরে ১০০ পিস ইয়াবাসহ মিলন হোসেন সাদ্দাম (২৮) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে টহল পুলিশের একটি দল। মঙ্গলবার (২০ এপ্রিল) সকালে শহরের মুন্সিপাড়ার জোড়াপুকুর এলাকায় থেকে তাকে আটক করা হয়। সে ওই এলাকার ফজলে করিমের ছেলে।
পুলিশ জানায়, ওই দিন এসআই আহম্মদ ও এএসআই নুর আমিনের নেতৃত্বে নিয়মিত টহল পুলিশের একটি দল আটক মাদক ব্যবসায়ীর গতিবিধি সন্দেহ হলে তাকে আটক করে। পরে তার দেহে তল্লাশি চালিয়ে তার কাছ থেকে ১০০ পিস ইয়াবা উদ্ধার হয়। আটককৃত ইয়াবার বাজার মূল্য ৪০ হাজার টাকা।
সৈয়দপুর থানা অফিসার ইনচার্জ (ওসি) আবুল হাসনাত খান সত্যতা নিশ্চিত করে বলেন, মিলন হোসেন সাদ্দাদম দীর্ঘদিন থেকে মাদক ব্যবসা করে আসছে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। সকালে তাকে আদালতের মাধ্যমে নীলফামারী জেল হাজতে পাঠানো হয়েছে।