মেহেদী হাসানঃ সারাদেশ ব্যাপী করোনা ভাইরাস সংক্রমণ (কোভিড-১৯) প্রতিরোধে সরকারের কঠোর লকডাউন ও পবিত্র রমজান মাস উপলক্ষে শেরপুর জেলা প্রশাসনের পক্ষ থেকে তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠি হিজড়া সম্প্রদায়ের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (২০ এপ্রিল) দুপুরে শহরের বাগরাকসা এলাকায় তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীর বাসায় গিয়ে এসব খাদ্য সামগ্রী বিতরণ করেন শেরপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ওয়ালীউল হাসান। এ সময় এনডিসি মিজানুর রহমান, জেলা হিজড়া কল্যাণ সমিতির সভাপতি নিশি সরকারের হাতে এ সব খাদ্য সামগ্রী তুলে দেন খাদ্য সামগ্রীর মধ্যে ছিল ৮০ কেজি চাল, ১৫ কেজি আলু, ১০ কেজি ডাল, ৫ লিটার সয়াবিন তেল ও ৫ কেজি লবণ।এসময় শেরপুর জেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার প্রতিনিধিগণও উপস্থিত ছিলেন।