এস কে সুজনঃ হবিগঞ্জের মাধবপুরে ভ্রাম্যমান আদালত ২ মাদক পাচারকারী কে ৬ মাসের কারাদন্ড দিয়েছে। সোমবার দুপুরে সহকারী কমিশনার (ভুমি) মোহাম্মদ মহিউদ্দিন আহামেদ এ রায় দেন। দন্ডপ্রাপ্তরা হলেন মাধবপুর শহরের পশ্চিম মাধবপুর এলাকার অলি খানের ছেলে জীবন আহামেদ খান(২১) ও হাবীবুর রহমান খানের ছেলে তাজুল ইসলাম (২৯)।
কাশিমনগর পুলিশ ফাঁড়ির এএসআই গোলাম মোস্তফা জানান, সোমবার ৯ বোতল ফেন্সিডিল সহ তাদের কে ধর্মঘর এলাকার আমবাড়িয়া এলাকা থেকে গ্রেফতার করা হয়। পরে ভ্রাম্যমান আদালতের বিচারক সহকারী কমিশনার (ভুমি) পাচারকারী ২ জন কে ৬ মাস করে কারাদন্ড প্রদান করেন। সহকারী কমিশনার (ভুমি) মহিউদ্দিন আহামেদ সত্যতা নিশ্চত করেছেন।