বুধবার , ২১ এপ্রিল ২০২১ | ১৫ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. অলৌকিক
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. আলোচিত
  7. কবিতা
  8. করোনাভাইরাস আপডেট
  9. ক্যাম্পাস
  10. খেলাধুলা
  11. গনমাধ্যম
  12. চাকুরী
  13. জাতীয়
  14. ডেস্ক রিপোর্ট
  15. ধর্ম

কুড়িগ্রামে বিয়ের ২৮ দিনের মধ্যে স্বামী কর্তৃক স্ত্রী হত্যা

প্রতিবেদক
এইচ এম ওবায়দুল হক
এপ্রিল ২১, ২০২১ ১২:১৩ পূর্বাহ্ণ

এম.এ.সাঈদ (বাবু): কুড়িগ্রাম জেলার ভ‚রুঙ্গামারীতে স্বামী কর্তৃক শ্বাসরোধ ও নির্যাতন করে মোছাঃ তারা বানু (১৯) নামে এক গৃহ বধুকে গতকাল রাত্রে হত্যা করা হয়েছে। মেয়ের পিতা মোঃ আব্দুস ছালাম, মাতা- মোছাঃ আনোয়ারা বেগম বলেন, কি থেকে কি হয়ে গেল বাবা বুঝতে পারিতেছি না।

 

মাত্র ২৮দিন আগে মেয়েটিকে বিয়ে দিয়ে ছিলাম নাখারগঞ্জ এর রামখানা ইউনিয়নের চাঁন্দের বাজার দোলাবাড়ী গ্রামের ছেলে মোঃ হাফিজুর রহমান হাবু ওরফে রাহুল এর সাথে। গতকাল খবর পাই, মেয়েটিকে মেরে ফেলেছে। ছেলের মা হাছনা বেগম জানান ছেহেরীর সময় ছেলে ও ছেলের বউকে
ডাকাডাকী করে কোন সাড়া না পাওয়ায় ঘরে গিয়ে দেখা যায় কম্বলে মোড়ানো পুত্র বধুর লাশ, তাদের দাবি আত্মহত্যা হলেও সেখানে বিষ বা অন্যকোন আত্মহত্যার উপকরণ পাওয়া যায় নি এবং মেয়ের গায়ে বিভিন্ন স্থানে ফুলা ও ক্ষত চিহ্ন দেখা যায়, এছাড়াও ছেলের এর পূর্বে ২টি স্ত্রী ছিল বলে জানা যায় এবং ছেলে দিল্লীতে কাজ করতো বলে জানা যায়।

 

স্ত্রীকে হত্যা করে পালিয়ে যাওয়ার সময় স্ত্রী নাকের ফুল ও গহনা নিয়ে যায়, নাগেশ্বরী থানার অর্ন্তগত রামখানা সীমান্তে বিজিবি কর্তৃক স্থানীয় লোকজনের সহায়তায় হত্যাকারীকে আটক করা হয় এবং নাগেশ্বরী থানায় একটি হত্যা মামলা দায়ের হয় ও নিহতের ময়না তদন্ত শেষে গত কাল রাতে তার বাবার বাড়ী ভ‚রুঙ্গামারী থানার অন্তর্গত পাইকেরছড়া ইউনিয়নের ফুটানী বাজারের পাশে দাফন করা হয়। র‌্যাব ব্যাটালিয়ন,রংপুর অঞ্চল, রংপুর-০৫, দায়িত্বরত কর্মকর্তাগন উক্ত ঘটনায় উভয়ের বাড়ী পরিদর্শন ও প্রাথমিক তথ্যাদি নিয়ে যান। ছেলেটিকে গত কাল রাতেই নাগেশ্বরী থানায় হস্তান্তর করা হয়।

সর্বশেষ - আলোচিত

Design and Developed by BY AKATONMOY HOST BD