আমির হামজা আবিদঃ পবিত্র মাহে রমজান ও দেশে চলমান লকডাউনে আসহায় দুঃস্থ মানুষের সুবিধার্থে ব্যতিক্রমী ইফতার আয়োজন করেছেন মোংলা থানা অফিছার ইনসার্জ ইকবাল বাহার চৌধুরী। ওসি ইকবাল বাহার চৌধুরী ব্যতিক্রম আয়োজনে করোনারি মহামারীতে যখন মোংলার হতদরিদ্র ছিন্নমূল মানুষ গুলো যখন খাবারের তাড়োনায় দিশেহারা হয়ে পড়েছে, ঠিক তখনই মোংলার হতদরিদ্র জনগোষ্ঠী জন্য নিয়মিত ইফতার আয়োজনের উদ্যোগ গ্রহণ করেন তিনি।
তবে মোংলা থানা অফিসার ইনসার্জ ইকবাল বাহার চৌধুরীর এমন মহৎ কাজের ভূয়সী প্রসাংসনীয় করেন সাধারণ মানুষেরা। মঙ্গলবার (২০ এপ্রিল) মোংলা শহরের শেখ আঃ হাই সড়কের প্যারাডাইস হোটেলের সামনে নিজ হাতে এ ইফতার বিতরণ ওসি ইকবাল বাহার চৌধুরী।ওসি ইকবাল বাহার চৌধুরী বলেন,শিল্প কারখানা ইপিজেড, হাজারো শ্রমিক এর আনাগোনা, যার কারনে ইফতার এর সময় অনেকে বাসায় পৌঁছাতে পারেনা। তিনি বিত্তবান মানুষদের সাথে নিয়ে বাকি রোজার ইফতার এর এই মহান কাজকে নিয়মিত করে যেতে চান, দেখা গেছে তার সহধর্মিণী সহ মোংলা থানার পুলিশ সদস্য লকডাউন এর মধ্যে ও সাস্থ্য বিধি মেনে এফতার এর বেতিক্রম আয়োজন করে আসছে।
ইতিপূর্বে তার অনেক ব্যতিক্রম উদ্যোগ এর ফলে মানবিক ওসি হিসেবে প্রসাংসীত হয়েছে, তার এই ব্যাতিক্রম আয়োজন যেন মানবতার দৃষ্টিতে এক অনান্য নজির স্থাপন করেছে মোংলার আপামর জনসাধারণের মনে, যায়গা করে নিয়েছে ব্যক্তিত্ব বন্ধনে।