বুধবার , ২১ এপ্রিল ২০২১ | ১৫ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. অলৌকিক
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. আলোচিত
  7. কবিতা
  8. করোনাভাইরাস আপডেট
  9. ক্যাম্পাস
  10. খেলাধুলা
  11. গনমাধ্যম
  12. চাকুরী
  13. জাতীয়
  14. ডেস্ক রিপোর্ট
  15. ধর্ম

সিরাজগন্জে গাঁজা ও হেরোইনসহ ৩ মহিলা মাদক ব্যাবসায়ী গ্রেফতার

প্রতিবেদক
এইচ এম ওবায়দুল হক
এপ্রিল ২১, ২০২১ ১০:১০ অপরাহ্ণ

আজাদুল ইসলামঃ সিরাজগঞ্জ জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) অভিযানে গাঁজা ও হেরোইনসহ ০৩ মাদক ব্যাবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।মঙ্গলবার (২০ এপ্রিল) সন্ধ্যা ৬.১৫ ঘটিকায় গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা শাখায় কর্মরত উপ-পরিদর্শক খোকন চন্দ্র সরকারের নেতৃত্বে এএসআই শাহিদ আখতার ও সঙ্গীয় ফোর্সের সহায়তায় সিরাজগঞ্জ সদর থানাধীন উত্তর কান্দাপাড়া গ্রাম থেকে মাদক বিক্রির সময় তাদেরকে আটক করা হয়।এ সময় তাদের কাছ থেকে ১৫ গ্রাম হেরোইন ও ৫০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।গ্রেফতারকৃত আসামীরা হচ্ছে মোছাঃ মিলি খাতুন, তার বোন লিলি খাতুন ও তার মা মোছাঃ শাহানা খাতুন। সকলেই সিরাজগঞ্জ সদর থানার অন্তর্গত উত্তর কান্দাপাড়া গ্রামের বাসিন্দা।
এ বিষয়ে ডিবির উপ-পরিদর্শক খোকন চন্দ্র সরকার জানান, দীর্ঘদিন যাবত তারা এই মাদক ব্যবসার সাথে জড়িত এবং তারাসহ অত্র এলাকায় প্রায় পরিবারের সকলেই  মাদক বেচাকেনা করে থাকে। ইতিপূর্বেও তারা আইনের আওতায় আসলেও সাঁজা শেষে তারা আবারও মাদক বেচাকেনায় সম্পৃক্ত হয়ে পড়ে। তিনি আরও জানান গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) এর সারণীর ১৯(ক) ধারায় সিরাজগঞ্জ সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলায় উক্ত থানা হেফাজতে দেয়া হয়েছে।

সর্বশেষ - আলোচিত

Design and Developed by BY AKATONMOY HOST BD