রিয়াজ আহমেদ হান্নানঃ সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ৫৮০গ্রাম মরণনেশা কোকেনসহ ৪ জন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র্যাপিড একশন ব্যাটেলিয়ন র্যাব ( র্যাব-১২)। মঙ্গলবার (২০ এপ্রিল ২০২১খ্রিস্টাব্দে) বিকেল চারটা বেজে পাঁচ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে এডজুটেন্ট এবং অপ্স অফিসার সহকারি পুলিশ সুপার মোঃ মুস্তাফিজুর রহমানের নেতৃত্বে র্যাব-১২ এর স্পেশাল কোম্পানির একদল চৌকস অভিষনিক দল সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া থানাধীন ঘোষগাঁতী পালপাড়া মাষ্টার নিবাস বাড়ির দক্ষিন পার্শ্বে এক মাদক বিরোধী অভিযানে ৫৮০ গ্রাম নিষিদ্ধ আমদানি জাতীয় মাদকদ্রব্য কোকেন সহ ৪ জন মাদক চোরাকারবারিদের গ্রেফতার করেছে। ৫৮০ গ্রাম কোকেনের বাজার মুল্য প্রায় ৫ লাখ ৮০ হাজার টাকা।
এসময় মাদক ব্যবসায়ীদের কাছ থেকে মাদক ব্যবসায়ের কাজে ব্যবহৃত ২ টি মোবাইল ফোন জব্দ করা হয়। গ্রেফতারকৃত আসামীরা হলেন- উল্লাপাড়া থানার কৈবর্ত্তগাঁতী গ্রামের হাজী মোঃ আবু বক্করের ছেলে মোঃ হাফিজুর রহমান (৩১), উল্লাপাড়া থানার সুবৌদ্য গ্রামের মোঃ ইয়াছিন প্রাং এর ছেলে মোঃ আব্দুল জব্বার (২৪), উল্লাপাড়া থানার শুকলাহাট গ্রামের শ্রী মন্টু রাম হালদারের ছেলে বাচ্চু কুমার হালদার আশিষ (৩৬) এবং পাবনা জেলার ভাঙ্গুরা থানার ময়দান দীঘি গ্রামের মোঃ গোলাম মোস্তফার ছেলে জাহিদ হাসান (৪০)। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীদেরকে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) এর ৮(গ) ধারায় মামলা দায়ের করে সিরাজগঞ্জের উল্লাপাড়া মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।