ধারাবারিষা ২০৮১ জন সুবিধাভোগ মানুষের মাঝে টি সি বি বিতরণ দেশসেবা দেশসেবা ডেস্ক রিপোর্ট প্রকাশিত: ৪:২১ অপরাহ্ণ, ডিসেম্বর ২, ২০২৪ এস এম পারভেজ তালুকদার।। গুরুদাসপুর উপজেলার ৫ নং ধারাবারিষা ইউনিয়নে আজ সকাল ১০ টা খাদ্য অধিদপ্তরের আওতাধীন ট্রেডিং কর্পোরেশন নসি টি সি বির পণ্য বিতরণ করা হয় , এর শুভ উদ্বোধন করেন ধারাবারিষা ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান মোঃ আব্দুল মতিন মাস্টার, এসময় উপস্থিত ছিলেন অত্র পরিষদের সচিব মোঃ সাইদুর রহমান, ডিলার মোঃ বাবু মোল্লা, ডিলার মোঃ রিপন আলী , সহ পরিষদের সকল কর্মচারী গ্রাম পুলিশ সহ সুবিধাভোগী কার্ড প্রাপ্ত ২ হাজার ৮১ জন সাধারণ মানুষ, আজকের প্যাকেজ মূল্য ২৭০ টাকাতে পাচ্ছে, ৫ কেজি চাউল ও ২ কেকি ডাউল, ৯ ওয়াডের সকল জনগণের মাঝেই সঠিকভাবে বিতরণ করা হচ্ছে বলে জানান কার্ড প্রাপ্ত একজন টি সি বির ক্রেতা, বাজারে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি কিন্তু এমন পণ্য সাধারণ মানুষের প্রতি মাসে পায় জন্য , পরিবার পরিজন নিয়ে খেয়ে বাঁচতে পারছি বললেন সাধারণ মানুষেরা। SHARES সারা বাংলা বিষয়: