নোয়াখালীর প্রশাসনে নতুন প্রাণ

দেশসেবা দেশসেবা

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ৬:৪৬ অপরাহ্ণ, অক্টোবর ১৫, ২০২৫

মো. রিয়াজুল সোহাগ।।

নোয়াখালীর প্রশাসনিক পরিবারে যুক্ত হলেন এক ন্যায়পরায়ণ, কর্মনিষ্ঠ ও প্রজ্ঞাবান কর্মকর্তা—মো. জাহিদুল ইসলাম।

গত মঙ্গলবার (১৪ অক্টোবর) তিনি সেনবাগ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) থেকে পদোন্নতি পেয়ে নোয়াখালী জেলা প্রশাসক কার্যালয়ে রেসিডেন্ট ডিউটি কালেক্টর (আরডিসি) হিসেবে যোগদান করেন।

সেনবাগে দায়িত্ব পালনকালে তিনি প্রশাসনের নির্ভরতার প্রতীক হয়ে ওঠেন। অবৈধ স্থাপনা উচ্ছেদ, ভ্রাম্যমাণ আদালত পরিচালনা কিংবা জনসেবার মাঠে উপস্থিতি— সর্বক্ষেত্রেই তিনি রেখেছেন দক্ষতা, সততা ও দৃঢ়তার উজ্জ্বল দৃষ্টান্ত।

স্থানীয়দের মতে, তাঁর মানবিক দৃষ্টিভঙ্গি, সময়োপযোগী সিদ্ধান্ত ও জনমুখী প্রশাসনিক ভূমিকা সেনবাগে এনেছিল নতুন প্রশাসনিক গতি। সুশাসনের যে মডেল তিনি তৈরি করেছেন, তা অনেক কর্মকর্তার জন্য অনুপ্রেরণার উৎস হয়ে দাঁড়িয়েছে।

সচেতন মহল মনে করছে, তাঁর যোগদানে নোয়াখালীর প্রশাসন আরও গতিশীল, স্বচ্ছ ও জনগণের কাছে সহজপ্রাপ্য হবে।

একজন সহকর্মীর ভাষায়—
“মো. জাহিদুল ইসলামের মতো সৎ, দূরদর্শী ও মানবিক কর্মকর্তারা থাকলে প্রশাসন আরও কার্যকর ও জনবান্ধব হয়ে উঠবে। দেশ ও মানুষের কল্যাণে তাঁর প্রতিটি পদক্ষেপ হোক আলোকিত ও অনুপ্রেরণার প্রতীক।