বিএনপির ৩১ দফা জনসভা রূপগঞ্জ উপজেলা চনপাড়া ইউনিয়ন

দেশসেবা দেশসেবা

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ৩:৪৯ অপরাহ্ণ, জানুয়ারি ১১, ২০২৫

মো :শাকিল।। ১০ জানুয়ারি শুক্রবার রুপগঞ্জ উপজেলা চনপাড়া পূর্ববাসন কেন্দ্রে ৫ নং খেলার মাঠ বিএনপি’র ৩১ দফা পূর্ণতার লক্ষ্যে জনসভার আয়োজন করা হয় তো জনসভায় হাজারো মানুষের উপস্থিতিতে প্রধান অতিথি হিসেবে মোস্তাফিজুর রহমান দিপু ভূঁইয়া কার্যকরী সদস্য বিএনপি প্রধান  কার্যালয়, বিশেষ অতিথি হিসেবে আলহাজ্ব গোলাম ফারুক খোকন সাধারণ সম্পাদক নারায়ণগঞ্জ জেলা, সভাপতি তো দায়িত্ব পালনে হারুন মিজি রশিদ চনপাড়া ইউনিয়ন মূল দল, মোঃ শামীম আহমেদ যুবদল সাধারণ সম্পাদক রুপগঞ্জ উপজেলা।  মুস্তাফিজুর রহমান দিপু ভূঁইয়া বলেন, আগামী নির্বাচনে যদি আমি নির্বাচিত হতে পারে তাহলে চনপাড়া ইউনিয়ন স্থায়ীকরণ ও গ্যাস এর বৈধব্য ব্যবস্থা করে দেব তিনি আরো বলেন ফ্যাসিবাদী সরকার চনপাড়া মধ্যে মাদকসম্রাট গড়ে তোলার সকল ফ্যাসিবাদী নেতৃবৃন্দদের ব্যবহার করেছেন, তাদেরকে আইনে আওতায় এনে উপযুক্ত শাস্তি দেওয়ার আহ্বান জানান। আন্তঃকালীন সরকারের কাছে তিনি আহ্বান করেন সঠিক পর্যায়ে যেন নির্বাচন হয় এবং সকল মানুষ সুষ্ঠুভাবে নির্বাচন করতে পারে সে বিষয়ে সতর্ক করার মাধ্যমে  জন সমাবেশ শেষ হওয়ার পর যুবদলের ৯ নং ওয়ার্ডের ও ৭ নং ওয়ার্ডের যুবদল ক্লাব উদ্বোধন করেন সেখানে যুবদল সবাইকে উদ্দেশ্য করে মুস্তাফিজুর রহমান দিপু হইয়া বলেন কোন ধরনের  নৈরাজ্যতা ও হানাহানি মারামারি এবং মাদকের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর সকল ধরনের আইনি ব্যবস্থা নেওয়ার জন্য আইনের সাথে পরামর্শ আহ্বান জানান।