নাটোরের লালপুরে রাতের আঁধারে দূর্বৃত্তদের প্রায় শতাধিক মাটির পাট ভেঙ্গে দেয়ার অভিযোগ। দেশসেবা দেশসেবা ডেস্ক রিপোর্ট প্রকাশিত: ২:২৪ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১০, ২০২৫ মোঃশাহ্ জালাল প্রামাণিক মাসিম ।। নাটোরের লালপুর উপজেলার পালপাড়ার জয়দেব কুমার ও উত্তম কুমার পালের কারখানায় শনিবার (৮/২/২০২৫ খ্রীঃ) রাতের আঁধারে দূর্বৃত্তরা প্রায় শতাধিক মাটির পাট ভেঙ্গে দেয়ার অভিযোগ। রাতের আঁধারে এ ঘটনায় প্রতিবাদ জানিয়েছে মাটির পাট তৈরি কারখানার স্বত্তাধিকারী উত্তম কুমার ও প্রণব কুমার পাল। তারা জানায় মাটি দিয়ে পাট তৈরি করে তারা জীবিকা নির্বাহ করে থাকে।সারাদিন মাটির পাট তৈরি করে তারা তা সাজিয়ে রাখে।পরের দিন সকালে কারখানায় তারা জানতে পারে কে বা কারা প্রায় শতাধিক মাটির পাটের কারখানায় হামলা চালিয়ে ভেঙে ফেলেছে। এ ঘটনায় তারা তদন্ত সাপেক্ষে এই অপকর্মের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেয়ার দাবী জানায়। SHARES সারা বাংলা বিষয়: