বরগুনাতে জামাত বিএনপি সহ সকল রাজনৌতিক দল কে নিয়ে ইসলামী আন্দলন এর ইফতার মাহফিল দেশসেবা দেশসেবা ডেস্ক রিপোর্ট প্রকাশিত: ১:২২ অপরাহ্ণ, মার্চ ১৫, ২০২৫ মোঃ মাহাদী হাসান।। ১৩ মার্চ ২০২৫ রোজ বৃহস্পতিবার বিকাল ৫.০০ ঘটিকায়,বরগুনা মিজান টাওয়ারএর ৫ম তলায় ফুডল্যান্ড রেস্টুরেন্ট এন্ড পার্টিসেন্টারে ইফতার মাহফিল এর আয়োজন করা হয় । এতে সভাপতিত্ব, করেন মুফতি মিজানুর রহমান কাসেমী,সভাপতি ইসলামী আন্দোলন বরগুনা জেলা। সভাপতি, তার বক্তব্য বলেন ইসলাম দেশ মানবতার স্বার্থে ইসলামী আন্দোলন সারা বাংলাদেশে সকল শ্রেনী পেশার মানুষের কাছে একটি জনপ্রিয় দল হিসাবে আস্থা অর্জন করেছে। বরগুনার ইতিহাসে এই প্রথম সকল রাজনৈতিক দলকে নিয়ে একসাথে এ আয়োজন করা হয়। এতে আমন্ত্রিত মেহমান হিসেবে উপস্থিত ছিলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ বরগুনা জেলা শাখার প্রধান উপদেষ্টা,মাওলানা মাহমুদুল হোসাইন ওলিউল্লাহ – পীর সাহেব কেওড়াবুনিয়া। উপদেষ্টা, মাওলানা আব্দুল কাদের – পীর সাহেব বাওয়ালকর। উপদেষ্টা:- মাওলানা মাহমুদুল হাসান ফেরদৌস – পীর সাহেব মোকামিয়াসহ বরগুনার গণ্যমান্য ওলামায়ে কেরামগণ! এতে আরো উপস্থিত হয়েছিলেন, বিএনপি বরগুনা জেলা সহ-সভাপতি, জনাব মোঃ সালেহ্ ফারুক, এ্যাড. রেজবুল কবির ও এ্যাড. নুরুল আমিন। জামায়াত ইসলামী বাংলাদেশ বরগুনা আমির, মাওলানা মহিবুল্লাহ হারুন ও সেক্রেটারি, মাওলানা আসাদুজ্জামান মামুন । জাতীয় ওলামা-মাশায়েখ আইনা পরিষদ বরগুনা জেলা সভাপতি, মাওলানা মুফতি গোলাম মাওলা জাহিদ, ও ইমাম কল্যাণ ফাউন্ডেশন এর সেক্রেটারি, মাওলানা মোঃ ইউসুফ শরীফ। খেলাফত মজলিস বরগুনা জেলা সভাপতি, মাস্টার সিদ্দিকুর রহমান সহ ইসলামী আন্দোলন বরগুনা জেলা শাখার বিভিন্ন অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সংগঠনের সেক্রেটারি মাওঃ আব্দুশ শাকুর। এরপরে দোয়াও মোনাজাত এর মাধ্যমে সভাটি সেশ করা হয়। SHARES সারা বাংলা বিষয়: