লালপুর থানা থেকে আসামি ছিনিয়ে নেয়া ঘটনায় এ পর্যন্ত তিন(০৩) জন গ্রেফতার

দেশসেবা দেশসেবা

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ১:২৫ অপরাহ্ণ, এপ্রিল ৯, ২০২৫

মোঃ শাহ্ জালাল প্রামাণিক মাসিম।।

লালপুর থানা থেকে গতকাল বিকেল ৩ টার দিকে আসামি ছিনিয়ে নেওয়ার ঘটনায় যৌথ বাহিনীর অপারেশনে এ পর্যন্ত নারীসহ আটক ৩ আটক হয়েছে বলে লালপুর থানা পুলিশ গণমাধ্যমকে অবহিত করেছে। গতকাল থেকে এ পর্যন্ত,(৯ এপ্রিল ২০২৫ খ্রিঃ) লালপুর থানা থেকে আসামি ছিনিয়ে নেওয়ার ঘটনায় অভিযান চালিয়ে দুই নারীসহ তিনজনকে আটক করেছে পুলিশ প্রশাসন। আটককৃতরা হলেন, লালপুর উপজেলার গৌরিপুর গ্রামের নাটোর জেলার ছাত্রদল নেতা রুবেল উদ্দিনের বোন রুপা খাতুন (২৫), ফারজানা ইয়াসমিন বৃষ্টি (২০) ও কদিমচিলান ইউনিয়নের বাসিন্দা ও আরেকজন যুবদল নেতা মাসুদ রানা(৪৫)। আরো জড়িতদের ভিডিও ফুটেজ দেখে আটকের চেষ্টা চলছে বলে জানা গেছে।