ইমরান খান করোনাভাইরাসে আক্রান্ত!

দেশসেবা দেশসেবা

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ১১:০৭ পূর্বাহ্ণ, মার্চ ২৮, ২০২০

পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান করোনাভাইরাসে আ’ক্রান্ত হয়েছেন। সম্প্রতি সামাজিক মাধ্যমে এমন গু’জব ছড়িয়ে পড়েছে। এমনকি সামাজিক মাধ্যমে এ নিয়ে ক্ষুদেবার্তা আদান-প্রদানও করা হচ্ছে।

এমন খবরের পর পাক প্রধানমন্ত্রী নিজেই খোলাশা করলেন যে তিনি সুস্থ আছেন। সম্প্রতি টেলিভিশনে ভাষণ দিয়েছেন ইমরান খান। এ থেকেই স্পষ্ট হয়েছে যে তিনি করোনায় আ’ক্রান্ত হননি।

সাম্প্রতিক সময়ে করোনাভাইরাস নিয়ে সাংবাদিক, জিও টিভি, পিটিভি এবং ২৪ নিউজসহ বিভিন্ন চ্যানেলের সঙ্গে আলোচনা করেছেন ইমরান খান। সেখানে প্রাণঘা’তী এই ভাইরাসকে কিভাবে প্রতিহ’ত করতে হবে সে বিষয়ে বক্তব্য রেখেছেন পাক প্রধানমন্ত্রী।

এদিকে পাক সিনেটর ফয়সাল জাবেদ প্রধানমন্ত্রী ইমরান খানের করোনায় আ’ক্রান্তের গু’জব উড়িয়ে দিয়ে বলেন, এটা মিথ্যা। তিনি বলেন, একটি ব্রিটিশ পত্রিকা এই মিথ্যা খবর প্রকাশ করেছে।

এক টুইট বার্তায় তিনি বলেন, প্রধানমন্ত্রী ইমরান খানের কোভিড-১৯ পজেটিভ আসার খবর সত্য নয়। এমন মিথ্যা খবর ছড়ানো থেকে বিরত থাকার অনুরোধ জানিয়েছেন তিনি।