এসডিজি ৫ ও ১৬ বাস্তবায়নে রংপুরের বদরগঞ্জ নাগরিক প্লাটফর্ম গঠিত

দেশসেবা দেশসেবা

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ৭:০৪ অপরাহ্ণ, জুলাই ৮, ২০২৫

Rakhi Gopal।।

মঙ্গলবার (০৮ জুলাই) রংপুরের বদরগঞ্জের নাগরিক উদ্যোগের মিটিং রুমে  নাগরিক প্লাটফর্ম  গঠন বিষয়ক সভা অনুষ্ঠিত হয়। ডেমক্রসিওয়াচ  এর ‘জেন্ডারসমতা অর্জন এবং বৈষম্য নিরসনে নাগরিক সম্পৃক্ততা (ফেসিং) ’বিষয়ক প্রকল্পের অংশ হিসাবে জিএফএ ‘র কারিগরি সহায়তায় ও কানাডিয়ান হাইকমিশন এবং সুইজারল্যান্ড দূতাবাস এর আর্থিক সহযোগিতায়  প্রকল্পটি রংপুরের মিঠাপুকুর, গংঙ্গাচড়া,বদরগঞ্জ ও  রংপুর সদরে বাস্তবায়িত হচ্ছে।ডেমক্রেসিওয়াচের তত্বাবধানে  সহযোগী সংস্থা হিসেবে রংপুরে সোসাল ইকুয়ালিটি ফর ইফেকটিভ ডেভেলপমেন্ট (সিড) কাজ করছে।

বদরগঞ্জের  নাগরিক প্লাটফর্মের সদস্য সাইদুল ইসলাম এর সভাপতিত্বে ও  মাহফুজার রহমান এর সঞ্চালনায় সভায়  বদরগঞ্জ নাগরিক প্লাটফর্ম গঠন ও পরিচালন নির্দেশিকার উপর  আলোচনা করেন ডেমক্রেসিওয়াচ ফেসিং প্রকল্পের জেলা কর্মসূচি সমন্বয়কারী শামীমা আক্তার ও সিনিয়র কর্মসূচী কর্মকর্তা রাখী গোপাল দেবনাথ।

ডেমক্রেসিওয়াচের ফেসিং প্রকল্পের এমএনই কোঅর্ডিনেটর মাহমুদ হাসান তালুকদার বলেন এ
প্রকল্পের আওতায় যুবকদের দেশপ্রেম, স্মার্ট বাংলাদেশ গঠনে দায়িত্বশীল ভূমিকা রাখাসহ অহিংস সমাজ গঠন কল্পে কাজ করার জন্য যুবকদের নেতৃত্ব বিকাশে ও দক্ষতা বৃদ্ধিতে কাজ করবে।

শামীমা আক্তার বলেন, গণতান্ত্রিক পরিবেশে
মানবাধিকার এবং নাগরিক অধিকার সমুন্নত রাখতে সকল জনগোষ্ঠীর ক্ষমতায়নের ওপর গুরুত্ব দিতে হবে। সমাজ উন্নয়নে পিছিয়ে থাকা জনগোষ্ঠীকে বাদ দিয়ে সামনে আগানো সম্ভব নয়।

ডেমক্রসিওয়াচের সিনিয়র প্রোগ্রাম অফিসার রাখী গোপাল দেবনাথ বলেন মানবিক  রাষ্ট্র নির্মাণের লক্ষ্যে গণতান্ত্রিক মূল্যবোধের বিকাশ, সহিংসতা প্রতিরোধ, জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলের ইতিবাচক সৌহার্দপূর্ণ  সহাবস্থান সৃষ্টির লক্ষ্যে কাজ করাই হলো নাগরিক প্লাটফর্মের  গঠনের মূল উদ্দেশ্য। তিনি কার্যক্রম সুষ্ঠু ও সুন্দর ভাবে বাস্তবায়নের লক্ষ্যে সকলের সর্বাত্মক সহযোগিতার আহবান জানান ।

সভায় আরো উপস্থিত ছিলেন ফেসিং প্রকল্পের এফসি রন্জিতা রানী রায় ও দুলাল চন্দ্র বর্মন,গণমাধ্যম কর্মী শ্যামল লৌহানী,সাবেক সমাজসেবা কর্মকর্তা বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ, সংস্কৃতিকর্মী মোস্তাফিজার রহমান  ,ইউপি সদস্য আফরিনা জাহান ,ইউপি সদস্য উম্মে কুলসুম,শাহনাজ বেগম, সিতুয়া কুমার সহ সুশীল সমাজের প্রতিনিধিগন।

উপস্থিত সদস্যরা বলেন স্থানীয় পর্যায়ে সিদ্ধান্ত গ্রহণ ও সিদ্ধান্ত গ্রহনে প্রভাব বিস্তার, জবাবদিহিতা এবং মানবাধিকার লঙ্ঘনের প্রতিকার চাওয়ার ক্ষেত্রে নাগরিক সমাজের  প্রতিনিধিত্ব, স্বীকৃতি ও অংশগ্রহণ বৃদ্ধি করার লক্ষ্যে সমাজের সকল স্তরের নাগরিকদের ঐক্যবদ্ধভাবে ও সংগঠিতভাবে কাজ করতে হবে।

নাগরিক সমাজের সংগঠনের মধ্যে পারস্পরিক সহযোগিতা, অংশীদারিত্ব এবং নেটওয়ার্ক বৃদ্ধি করা, অন্তর্ভূক্তিমূলক ও গুরুত্ব প্রদানকারী নীতিমালা প্রণয়নের লক্ষ্যে নাগরিক সমাজের সংগঠন সমূহ জনগণ এবং সরকারের মধ্যে সহযোগিতা, যোগাযোগ, তথ্য আদান প্রদান ও সংলাপ, নাগরিক সমাজের সংস্থা এবং নেতৃবৃন্দের সক্ষমতা বৃদ্ধি করা এ প্রকল্পের  লক্ষ্য।

সভায়  উপস্থিত সকলের মতামতের ভিত্তিতে ১৫ সদস্যবিশিষ্ট কমিটির আহবায়ক করা হয় সাইদুল ইসলাম  ও  যুগ্ন আহবায়ক করা হয় মন্জিলা খাতুন কে।