কেন্দুয়ার রোয়াইলবাড়ি দূর্গ ও সুরঙ্গের আত্মকথন দেশসেবা দেশসেবা ডেস্ক রিপোর্ট প্রকাশিত: ৫:০৮ অপরাহ্ণ, জুলাই ১২, ২০২৫ নেত্রকোণার কেন্দুয়া উপজেলার রোয়াইলবাড়ি আমতলা ইউনিয়নে অবস্থিত রোয়াইলবাড়ি দূর্গ । স্থানীয়ভাবে যা দরগাহ নামে পরিচিত । কথিত রয়েছে যে, এখানে (আজকের বাংলাদেশের রাজধানী) ঢাকা শহর গড়ে ওঠার কথা ছিলো । এবং এ শহর নির্মাণে ১২জন শ্রমিক কাজ করতেন । খোরাক বা মজুরি নিতেন ১৩ জনের । নিয়ত বিবি ছিলেন শ্রমিকদের পরিচালক গোত্রের ও এ শহর গড়ে তোলায় বদ্ধপরিকর । তবে তার সাথে প্রতিশ্রুতি থাকে যে, ১৩-১২=১ জনের খোরাকি বেশি নেয়ায় -কারো কোন প্রশ্ন থাকতে পারবে না । যাবতীয় খোরাকিও তার হাতে জমা থাকবে । কিন্তু বিধিবাম! সেই প্রতিশ্রুতি ভুলে গিয়ে শহর পরিকল্পনাকারীরা হঠাৎ জানতে চাইলেন ১জন শ্রমিকের মজুরি বেশি কেনো ? নিয়তবিবি এর উত্তর না দিয়েই একদিন রাগ ও অভিমানে তার রান্নার চুলোয় (যেহেতু অনেকের রান্না এক সাথে হতো, সে কারণে চুলো যথেষ্ট বড়সড় ছিলো) ডুব দিলেন । আর ফিরে আসেন নি । যাহোক! ইতিহাসেও এ দূর্গ নিয়ে মতভেদ আছে । কেউ বলেন সুলতানী আমলের কেউ বা বলেন মুঘল আমলের স্থাপত্য এটি । আর (চুলো বা) সুরঙ্গটি সাধারণত তখনকার দিনের গোপন পথ হিসেবেই রাখা হতো বলে জানা যায় । তাছাড়া রোয়াইলবাড়ি দূর্গ বা কোর্টবাড়ী দূর্গটি বেতাই নদীর তীরে গড়ে ওঠেছিলো এবং ৮০’র দশকে এটি আবিষ্কৃত হয় । এ বিষয়ে স্থানীয়দের সাথে কথা হলে তারা জানান, এ দরগাহ বা দূর্গের রক্ষণাবেক্ষণ যেমন জরুরি তেমনি পর্যটকদের জন্যে এলাকার রাস্তাঘাট, স্যানিটারি ও অন্যান্য সুযোগ তৈরী করাও আবশ্যক । কোহিনূর আলম।। SHARES সারা বাংলা বিষয়: