বাবা-মা হারা উম্মে কুলসুম এখন আইসিইউতে – দুটি কিডনি নষ্ট, বাঁচার আকুতি সমাজের প্রতি

দেশসেবা দেশসেবা

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ৫:২৮ অপরাহ্ণ, জুলাই ১৪, ২০২৫

হায়দার আলী।।

মাত্র [১৮বয়স]-এর কিশোরী উম্মে কুলসুম—বাবা-মা হারা একটি ফুটফুটে মেয়ে, এখন হাসপাতালের আইসিইউতে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে। তার দুটি কিডনি সম্পূর্ণরূপে নষ্ট হয়ে গেছে। জীবন বাঁচাতে হলে জরুরি ভিত্তিতে কিডনি প্রতিস্থাপন কিংবা নিয়মিত ডায়ালাইসিস প্রয়োজন। কিন্তু পরিবারের নেই সেই সামর্থ্য।

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার বোয়ালিয়া ইউনিয়নের কালুপুর গ্রামের মেয়ে উম্মে কুলসুম বর্তমানে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে-এর আইসিইউতে ভর্তি। চিকিৎসকরা জানিয়েছেন, কিডনি কাজ না করায় শরীরে টক্সিন জমে যাচ্ছে, যা তার জীবনকে আরও সংকটাপন্ন করে তুলছে।

এই অবস্থায় ছোট্ট এই মেয়েটির পাশে দাঁড়ানো ছাড়া আর কোনো উপায় নেই। নেই মা-বাবা, নেই নির্ভরতার কেউ—তবুও বাঁচতে চায় উম্মে কুলসুম।

তার খালা বলেন,
“আমরা খুবই গরিব। ওর চিকিৎসার খরচ চালানো আমাদের পক্ষে সম্ভব না। সমাজের সহৃদয় মানুষের সাহায্য ছাড়া ওকে বাঁচানো সম্ভব না।”

সাহায্য পাঠানোর জন্য:

 নাম: উম্মে কুলসুম
 বিকাশ নম্বর: 0172381544
 যোগাযোগ: 01758029695 ঈশা মোহম্মদ নিকট আত্মীয়

মানবিক আবেদন:

চলুন, আমরা সবাই মিলে উম্মে কুলসুমের পাশে দাঁড়াই। একটি জীবন বাঁচাতে আপনার সামান্য সহযোগিতা হতে পারে তার নতুন জীবনের শুরু।

একটি শেয়ার, একটি দোয়া, একটি সাহায্য—হোক মানবতার সেরা উদাহরণ।